Wednesday, August 20, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বেশিরভাগ ব্যাটাররা ব্যর্থ হলে, সেই কঠিন পরিস্থিতি থেকেই ভারতীয় দলের রাশ ধরেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর হাত ধরে ভারত যেমন ঘুরে বেড়ায়, তেমনই একাধিক রেকর্ডও গড়েছেন ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ধোনি, বিরাট কোহলিদের সঙ্গে এক তালিকায় নামও তুললেন তিনি। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটার হিসাবে গড়লেন এক বিরল ইতিহাসও।

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)। এর আগে কোনও ভারতীয় ব্যাটারই এই কাজটা করে দেখাতে পারেননি। এবার সেটাই করলেন শুভমন গিল। শুধুমাত্র এটাই নয়। আরও বেশ কিছু রেকর্ডও গড়েছেন শুভমন গিল। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে কেরিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসও খেলে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক।

ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তিনিই দ্বিতীয় যে এজবাস্টনে টেস্ট সেঞ্চুরি করেছেন। এর আগে একমাত্র বিরাট কোহলিরই এই রেকর্ড ছিল। সেই তালিকাতে নাম তুলে ফেললেন শুভমন গিলও। শুধু বিরাট কোহলি নয়, মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও এক তালিকায় নিজের নাম তুললেন গিল।

এজবাস্টনে ধোনি, কোহলির পর তিনিই তৃতীয় ব্যাটার হিসাবে ৫০+ রান করার নজির গড়েছেন। এছাড়া তিনিই তৃতীয় অধিনায়ক হিসাবে এজবাস্টনে অর্ধশতরানও করলেন। দ্বিতীয় দিনই ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম দেড়শত রান করার নজিরও গড়ে ফেলেছেন শুভমন গিল।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version