ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হয়নি কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। সেটা দেখেই খানিকটা হতবাক প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এজবাস্টনের এই পিচে বেশ খানিকটা টার্ন রয়েছে। খেলার সময় যত এগোবে সেই টার্ন ততটাই বাড়বে বলেও মনে করছেন তিনি। সেখানে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) না খেলানোটা খুব একটা সঠিক সিদ্ধান্ত না বলেই মনে করছেন সৌরভ। দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাদেজার পাশে স্পিনার হিসাবে ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

প্রথম ম্যাচে ভারতীয় দল বোলিংয়ে চূড়ান্ত খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছিল। জসপ্রীত বুমরাহকে বাদ দিয়ে কেউই সেভাবে সফল হতে পারেননি। সেই ম্যাচের পর থেকেই শুরু হয়েছিল জোর সমালোচনা। বিশেষ করে ভারতীয় দলের বোলিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই সময়ই অনেকে কুলদীব যাদবকে (Kuldeep Ydav) খেলানোর বার্তা দিয়েছিল। বিশেষ করে এজবাস্টনের এই পিচে।

এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও সেই একই কথা। এজবাস্টনের পিচের প্রকৃতি ভালোভাবেই জানেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এই পিচে যে যথেষ্ট টার্ন আছে তাও বলছেন সৌরভ। এই পিচে কুলদীপকে দেখতে না পাওয়াটাই তাঁর কাছে অপ্রত্যাশিত। সৌরভ জানিয়েছেন, “আমি সত্যিই বেশ হতবাক হয়েছি যে এই টেস্টের এমন পিচে কুলদীপ যাদবকে দলে নেওয়া হয়নি। যেখানে সকলেই বলছে যে এই পিচে বেশ টার্ন রয়েছে”।

–


–


–
–

–
–
–

–

–

–

–

–