Wednesday, August 20, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত একটা ইনিংস। ভারতীয় তো বটেই, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এশীয় অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর ব্যাট থেকে ত্রিশতরান দেখার অপেক্ষায় থাকলেও, শেষপর্যন্ত তা হয়নি। ২৬৯ রানেই থামতে হয়েছিল শুভমন গিলকে (Shubman Gill)। কিন্তু তাঁর এই ইনিংস নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সকলে। গিলকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।

টানা দেড় দিন ধরে ক্রিজে থেকে একা লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। সঙ্গে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দররা (Washington Sundar) সঙ্গত দিলেও, লড়াইটা একাই চালিয়ে গিয়েছিলেন ভারতীয় দলের তরুণ অধিনায়ক। ম্যাচ শেষে শুভমন গিল তাঁর এই পারফরম্যান্সের পিছনে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কী অবদান সেই প্রসঙ্গে মুখ খুলেছেন। গম্ভীরের কোন পরামর্শ তাঁর কাজে লেগেছে সেটাই এবার জানিয়েছেন ভারতীয় দলের তরুণ অধিনায়ক।

ম্যাচ শেষে শুভমন গিল (Shubman Gill) জানিয়েছেন, প্রথম দিন যখন লাঞ্চ বিরতি হয়েছিল সেই সময় ড্রেসিংরুমে যখন ফিরছিলাম, একটাই চিন্তা চলছিল মাথায়। কিছুতেই নিজের খেলাটা খেলতে পারছিলাম না। চা বিরতির সময় অন্তত ১০০ বল খেলে ফেলেছিলাম, “সেই সময় ৩৫-৪০ রান করেছিলাম আমি। সেই সময় ড্রেসিংরুমে ফিরে গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলেছিলা। আমি তাঁকে বলেছিলাম যে কোনও মতেই বাউন্ডারি পাচ্ছিলাম না। বিশেষ করে ফিল্ডারদের টপকাতে পারছিলাম না। সেই সময় তিনি আমাকে সেই একই জায়গাতেই স্থির থাকারই পরামর্শ দিয়েছিলেন”।

ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ভারতকে যেমন সামলেছেন। তেমনই একের পর এক রেকর্ড গড়েছেন শুভমন গিল। কার্যত ব্রিটিশ বোলারদের সামনে অপ্রতিরোধ্য ছিলেন এই তরুণ অধিনায়ক। অধিনায়ক হিসাবে কার্যত এক ম্যাচেই যেন গাভাসকর থেকে কোহলি সকলকে পিছনে ফেলে দিয়েছেন। তাঁকে নিয়েই এখন হৈচৈ। অধিনায়ক গিল যে তাঁর প্রথম পরীক্ষায় পাশ করে গিয়েছেন তা বেশ স্পষ্ট।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version