Tuesday, November 4, 2025

ডুরান্ড কাপের আগেই ইস্টবেঙ্গলের (Eastbengal) সঙ্গে আরও দুই মরসুমের চুক্তি বাড়ল সৌভিক চক্রবর্তীর (Souvik Chakrabarti)। শনিবারই তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল লাল-হলুদ শিবির। গতবার ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা ছিলেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। আগামী মরসুমের জন্যই শুধু নয়, দুই মরসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। এবার জোর কদমে দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানেই সৌভিকের নাম প্রথমবার ঘোষণা করল তারা।

মাঝে শোনা গিয়েছিল যে সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) নাকি ক্লাব ছাড়তে চলেছেন। শেষপর্যন্ত তেমনটা হচ্ছে না। ইস্টবেঙ্গলেই থাকছেন সৌভিক। হেড অব ফুটবল থংবই সিংটো (Thangboi Singto) তাঁকে  রাখতে পেরে যেমন খুশি। তেমনই ইস্টবেঙ্গল যে তাঁর ওপর ভরসা রেখেছে তাতে আপ্লুত সৌভিক চক্রবর্তীও।

সৌভিকের (Souvik Chakrabarti) প্রসঙ্গে অস্কার ব্রুজোঁ জানিয়েছেন, ইস্টবেঙ্গলের মতো একটা আইকনিক ক্লাবের সঙ্গে তিন বছরের সময় কাটাতে পারাটা সত্যিই গর্বের মুহূর্ত। ইস্টবেঙ্গলের হয়ে আমি সুপার কাপ জিতেছি। শুধুমাত্র তাই নয় ইস্টবেঙ্গলের সঙ্গে বহু ভালো স্মৃতি রয়েছে আমার। একজন সিনিয়র ফুটবলার হিসাবে আগামী দুই মরসুমে আরও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব আমি। সেইসঙ্গে তরুণ ফুটবলারদের আরও উদ্বুদ্ধও করার চেষ্টা করব।

কোচ এবং হেড অব ফুটবল থংবোই সিংটোর সঙ্গে আলোচনা করেই যে এই সিদ্ধান্ত তা বলার অপেক্ষা রাখে না। তাঁর মতো মিড ফিল্ডারকে রাখতে পেরে খুশি কোচ অস্কার ব্রুজোঁও। এছাড়া থংবোই সিংটোও চেয়েছিলেন সৌভিককে রেখে দিতে। আগামী ডুরান্ডে ইস্টবেঙ্গল পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে। সেখানে সৌভিককেও দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version