Friday, November 14, 2025

ডুরান্ড কাপের আগেই ইস্টবেঙ্গলের (Eastbengal) সঙ্গে আরও দুই মরসুমের চুক্তি বাড়ল সৌভিক চক্রবর্তীর (Souvik Chakrabarti)। শনিবারই তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল লাল-হলুদ শিবির। গতবার ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা ছিলেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। আগামী মরসুমের জন্যই শুধু নয়, দুই মরসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। এবার জোর কদমে দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানেই সৌভিকের নাম প্রথমবার ঘোষণা করল তারা।

মাঝে শোনা গিয়েছিল যে সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) নাকি ক্লাব ছাড়তে চলেছেন। শেষপর্যন্ত তেমনটা হচ্ছে না। ইস্টবেঙ্গলেই থাকছেন সৌভিক। হেড অব ফুটবল থংবই সিংটো (Thangboi Singto) তাঁকে  রাখতে পেরে যেমন খুশি। তেমনই ইস্টবেঙ্গল যে তাঁর ওপর ভরসা রেখেছে তাতে আপ্লুত সৌভিক চক্রবর্তীও।

সৌভিকের (Souvik Chakrabarti) প্রসঙ্গে অস্কার ব্রুজোঁ জানিয়েছেন, ইস্টবেঙ্গলের মতো একটা আইকনিক ক্লাবের সঙ্গে তিন বছরের সময় কাটাতে পারাটা সত্যিই গর্বের মুহূর্ত। ইস্টবেঙ্গলের হয়ে আমি সুপার কাপ জিতেছি। শুধুমাত্র তাই নয় ইস্টবেঙ্গলের সঙ্গে বহু ভালো স্মৃতি রয়েছে আমার। একজন সিনিয়র ফুটবলার হিসাবে আগামী দুই মরসুমে আরও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব আমি। সেইসঙ্গে তরুণ ফুটবলারদের আরও উদ্বুদ্ধও করার চেষ্টা করব।

কোচ এবং হেড অব ফুটবল থংবোই সিংটোর সঙ্গে আলোচনা করেই যে এই সিদ্ধান্ত তা বলার অপেক্ষা রাখে না। তাঁর মতো মিড ফিল্ডারকে রাখতে পেরে খুশি কোচ অস্কার ব্রুজোঁও। এছাড়া থংবোই সিংটোও চেয়েছিলেন সৌভিককে রেখে দিতে। আগামী ডুরান্ডে ইস্টবেঙ্গল পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে। সেখানে সৌভিককেও দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version