Sunday, November 2, 2025

এক বছর পিছিয়ে গেল বাংলাদেশ বনাম ভারত সাদা বলের ফর্ম্যাটের সিরিজ। কয়েকদিন আগেই ভারত বনাম বাংলাদেশ (INDvBAN) সিরিজ এই বছর না হওয়ার কথা শোনা গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে কথাবার্তার মাধ্যমেই পিছিয়ে গেল এই সিরিজ। এই বছর অগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই (ODI) ও টি টোয়েন্টি (T20) সিরিজে নামার কথা ছিল ভারতের। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করে সেই সিরিজ আপাতত পিছিয়ে গিয়েছে।

ভারত যে বাংলাদেশ যাবে না তা এক প্রকার স্পষ্ট করে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে বোর্ডকে (BCCI) ভারতীয় দলকে সেখানে না পাঠানোরই পরামর্শ দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফে। সেই থেকেই শুরু হয়েছিল নানান হিসাব নিকাশ। এবার বিসিসিআইয়ের (BCCI) তরফেই সরকারীভাবে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে। সিরিজ পিছিয়েই শুধু যাচ্ছে কার্যত এক বছরের জন্য পিছিয়ে যাচ্ছে এই সিরিজ। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে হবে ভারত বনাম বাংলাদেশ (INDvBAN) ওডিআই ও টি টোয়েন্টি সিরিজ।

বিসিসিআইয়ের (BCCI) তরফে জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেখানেই জানানো হয়েছে, “দুই বোর্ডের তরফে কথাবার্তা এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচীর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী ২০২৬ সালের ভারতকে স্বাগত জানানোর জন্য একেবারে প্রস্তুত রয়েছে। পরিবর্তিত সূচী সঠিক সময় মতোই জানিয়ে দেওয়া হবে”।

বাংলাদেশের বিরুদ্ধে এই সফরে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হবে। এই বছরের অগস্টেই সেখানে যাওয়ার কথা ছিল বিরাট কোহলি, রোহিত শর্মাদের। কিন্তু দুই দেশের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করেই ভারতীয় দলকে সেখানে না পাঠানোরই সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। এরপরই দুই তরফের কথাবার্তাতেই বেড়িয়ে আসে সমাধান সূত্র।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version