Tuesday, November 4, 2025

খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ, পড়ুয়াদের জন্য একাধিক নির্দেশিকা

Date:

Share post:

শিক্ষা দফতরের অনুমতি ছাড়াই প্রশাসনিক তদন্তের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta Law College)। সোমবার থেকে সেই কলেজ খোলার বিজ্ঞপ্তি (notification) জারি হল। পড়ুয়াদের স্বার্থেই প্রশাসনিক নির্দেশ মেনেই খোলা হবে কলেজ।

ছাত্রীকে কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের পর থেকেই তদন্তের স্বার্থে বন্ধ করে দেওয়া হয় সাউথ ক্যালকাটা ল কলেজ। কলকাতা পুলিশের অনুমতি ছাড়া কলেজে প্রবেশে জারি হয় নিষেধাজ্ঞা। সেই সময়ই কলেজের পড়ুয়াদের কলেজে আসা থেকে বিরত রাখতে অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ থাকার বিজ্ঞপ্তি জারি করা হয়।

তবে কলেজ কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তিতে বিরক্তি প্রকাশ করেন খোদ শিক্ষামন্ত্রী। কলেজ পড়ুয়ারা কলেজের বাইরে এসে কলেজ খোলার দাবি জানাতে থাকে। এরপরই বৈঠকে বসে কলেজের পরিচালন সমিতি (governing body)। ফের শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সোমবার থেকে কলেজ খোলার কথা জানানো হয়।

কলেজ খুললেও পুলিশি নির্দেশ মেনে জারি থাকছে একাধিক নিষেধাজ্ঞা। হাইকোর্টের নির্দেশমতো খুলবে না কলেজের ছাত্র সংসদের ঘর। পুলিশি তদন্তের স্বার্থে খোলা থাকবে না নিরাপত্তা রক্ষীর ঘর। কলেজে মোতায়েন থাকবে কড়া পুলিশি ঘেরাটোপ। একদিকে ফর্ম ফিলাপ চলবে, অন্যদিকে পঠন পাঠনের কাজও চলবে। পরিচালন সমিতির (governing body) সদস্যরা প্রথমদিন কলেজ খোলার সময় উপস্থিত থেকে সরেজমিনে দেখবেন পড়ুয়াদের সমস্যার সংক্রান্ত বিষয়গুলি।

আরও পড়ুন: ফেরার পালা জগন্নাথের, দিঘায় রথের রশিতে টানের অপেক্ষায় লক্ষাধিক ভক্ত

সেই সঙ্গে পড়ুয়াদের জন্যও জারি থাকছে ক্যাম্পাসে একাধিক বিধিনিষেধ। সোমবার থেকে কলেজের প্রবেশ ও কলেজ থেকে বেরোনোর সময় কড়াভাবে মানা হবে। সকাল ৮টা থেকে বেলা ২টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। ২টোর সময় নবনিযুক্ত নিরাপত্তা আধিকারিক বরুণ মাহালি কলেজ পরীক্ষা করে তালা লাগিয়ে দেবেন। সোমবার প্রথম সেমেস্টারের পড়ুয়ারা ফর্ম ফিলাপ করবে। চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের (semester) পড়ুয়াদের পঠন পাঠন হবে। তবে প্রত্যেক পড়ুয়াকে নিজেদের যথাযথ কলেজ আই কার্ড নিয়ে কলেজের গেটে দেখিয়ে প্রবেশ করতে হবে। কোনও কাজ ছাড়া কলেজে পড়ুয়ারা প্রবেশ করতে পারবে না, জানানো হয় বিজ্ঞপ্তিতে।

spot_img

Related articles

ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির...

কমিশনের ‘ঐতিহাসিক’ SIR! আধার কার্ড বাতিলে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা

ঘটা করে দেশের মানুষের জন্য আধার কার্ড ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে কার্ডকে ইউনিক পরিচিতির নম্বর হিসাবে তুলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...