Thursday, November 6, 2025

খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ, পড়ুয়াদের জন্য একাধিক নির্দেশিকা

Date:

Share post:

শিক্ষা দফতরের অনুমতি ছাড়াই প্রশাসনিক তদন্তের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta Law College)। সোমবার থেকে সেই কলেজ খোলার বিজ্ঞপ্তি (notification) জারি হল। পড়ুয়াদের স্বার্থেই প্রশাসনিক নির্দেশ মেনেই খোলা হবে কলেজ।

ছাত্রীকে কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের পর থেকেই তদন্তের স্বার্থে বন্ধ করে দেওয়া হয় সাউথ ক্যালকাটা ল কলেজ। কলকাতা পুলিশের অনুমতি ছাড়া কলেজে প্রবেশে জারি হয় নিষেধাজ্ঞা। সেই সময়ই কলেজের পড়ুয়াদের কলেজে আসা থেকে বিরত রাখতে অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ থাকার বিজ্ঞপ্তি জারি করা হয়।

তবে কলেজ কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তিতে বিরক্তি প্রকাশ করেন খোদ শিক্ষামন্ত্রী। কলেজ পড়ুয়ারা কলেজের বাইরে এসে কলেজ খোলার দাবি জানাতে থাকে। এরপরই বৈঠকে বসে কলেজের পরিচালন সমিতি (governing body)। ফের শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সোমবার থেকে কলেজ খোলার কথা জানানো হয়।

কলেজ খুললেও পুলিশি নির্দেশ মেনে জারি থাকছে একাধিক নিষেধাজ্ঞা। হাইকোর্টের নির্দেশমতো খুলবে না কলেজের ছাত্র সংসদের ঘর। পুলিশি তদন্তের স্বার্থে খোলা থাকবে না নিরাপত্তা রক্ষীর ঘর। কলেজে মোতায়েন থাকবে কড়া পুলিশি ঘেরাটোপ। একদিকে ফর্ম ফিলাপ চলবে, অন্যদিকে পঠন পাঠনের কাজও চলবে। পরিচালন সমিতির (governing body) সদস্যরা প্রথমদিন কলেজ খোলার সময় উপস্থিত থেকে সরেজমিনে দেখবেন পড়ুয়াদের সমস্যার সংক্রান্ত বিষয়গুলি।

আরও পড়ুন: ফেরার পালা জগন্নাথের, দিঘায় রথের রশিতে টানের অপেক্ষায় লক্ষাধিক ভক্ত

সেই সঙ্গে পড়ুয়াদের জন্যও জারি থাকছে ক্যাম্পাসে একাধিক বিধিনিষেধ। সোমবার থেকে কলেজের প্রবেশ ও কলেজ থেকে বেরোনোর সময় কড়াভাবে মানা হবে। সকাল ৮টা থেকে বেলা ২টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। ২টোর সময় নবনিযুক্ত নিরাপত্তা আধিকারিক বরুণ মাহালি কলেজ পরীক্ষা করে তালা লাগিয়ে দেবেন। সোমবার প্রথম সেমেস্টারের পড়ুয়ারা ফর্ম ফিলাপ করবে। চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের (semester) পড়ুয়াদের পঠন পাঠন হবে। তবে প্রত্যেক পড়ুয়াকে নিজেদের যথাযথ কলেজ আই কার্ড নিয়ে কলেজের গেটে দেখিয়ে প্রবেশ করতে হবে। কোনও কাজ ছাড়া কলেজে পড়ুয়ারা প্রবেশ করতে পারবে না, জানানো হয় বিজ্ঞপ্তিতে।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...