Sunday, November 2, 2025

খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ, পড়ুয়াদের জন্য একাধিক নির্দেশিকা

Date:

শিক্ষা দফতরের অনুমতি ছাড়াই প্রশাসনিক তদন্তের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta Law College)। সোমবার থেকে সেই কলেজ খোলার বিজ্ঞপ্তি (notification) জারি হল। পড়ুয়াদের স্বার্থেই প্রশাসনিক নির্দেশ মেনেই খোলা হবে কলেজ।

ছাত্রীকে কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের পর থেকেই তদন্তের স্বার্থে বন্ধ করে দেওয়া হয় সাউথ ক্যালকাটা ল কলেজ। কলকাতা পুলিশের অনুমতি ছাড়া কলেজে প্রবেশে জারি হয় নিষেধাজ্ঞা। সেই সময়ই কলেজের পড়ুয়াদের কলেজে আসা থেকে বিরত রাখতে অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ থাকার বিজ্ঞপ্তি জারি করা হয়।

তবে কলেজ কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তিতে বিরক্তি প্রকাশ করেন খোদ শিক্ষামন্ত্রী। কলেজ পড়ুয়ারা কলেজের বাইরে এসে কলেজ খোলার দাবি জানাতে থাকে। এরপরই বৈঠকে বসে কলেজের পরিচালন সমিতি (governing body)। ফের শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সোমবার থেকে কলেজ খোলার কথা জানানো হয়।

কলেজ খুললেও পুলিশি নির্দেশ মেনে জারি থাকছে একাধিক নিষেধাজ্ঞা। হাইকোর্টের নির্দেশমতো খুলবে না কলেজের ছাত্র সংসদের ঘর। পুলিশি তদন্তের স্বার্থে খোলা থাকবে না নিরাপত্তা রক্ষীর ঘর। কলেজে মোতায়েন থাকবে কড়া পুলিশি ঘেরাটোপ। একদিকে ফর্ম ফিলাপ চলবে, অন্যদিকে পঠন পাঠনের কাজও চলবে। পরিচালন সমিতির (governing body) সদস্যরা প্রথমদিন কলেজ খোলার সময় উপস্থিত থেকে সরেজমিনে দেখবেন পড়ুয়াদের সমস্যার সংক্রান্ত বিষয়গুলি।

আরও পড়ুন: ফেরার পালা জগন্নাথের, দিঘায় রথের রশিতে টানের অপেক্ষায় লক্ষাধিক ভক্ত

সেই সঙ্গে পড়ুয়াদের জন্যও জারি থাকছে ক্যাম্পাসে একাধিক বিধিনিষেধ। সোমবার থেকে কলেজের প্রবেশ ও কলেজ থেকে বেরোনোর সময় কড়াভাবে মানা হবে। সকাল ৮টা থেকে বেলা ২টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। ২টোর সময় নবনিযুক্ত নিরাপত্তা আধিকারিক বরুণ মাহালি কলেজ পরীক্ষা করে তালা লাগিয়ে দেবেন। সোমবার প্রথম সেমেস্টারের পড়ুয়ারা ফর্ম ফিলাপ করবে। চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের (semester) পড়ুয়াদের পঠন পাঠন হবে। তবে প্রত্যেক পড়ুয়াকে নিজেদের যথাযথ কলেজ আই কার্ড নিয়ে কলেজের গেটে দেখিয়ে প্রবেশ করতে হবে। কোনও কাজ ছাড়া কলেজে পড়ুয়ারা প্রবেশ করতে পারবে না, জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version