Wednesday, November 5, 2025

আমেরিকা চালায় একটি দল, কোনও গণতন্ত্র নয়। সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে এবার নতুন রাজনৈতিক দলের ঘোষণা করে ফেললেন এলন মাস্ক। মাস্কের রাজনৈতিক দল (political party) ঘোষণার কথা হাওয়ায় ভাসতেই সতর্ক করেছিলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাতে যে বিন্দুমাত্র দমে যাননি শনিবার বুঝিয়ে দিলেন মাস্ক (Elon Musk)। শনিবারই তিনি ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দল – দ্য আমেরিকা পার্টি (America Party)।

জন্মসূত্রে আমেরিকান নন মাস্ক। ফলে রাষ্ট্রপতি হওয়ার লড়াইতে কখনই হাঁটতে পারবেন না মাস্ক। তা সত্ত্বেও কেন ট্রাম্পের সঙ্গে সম্মুখ সমরে, তা নিয়ে ধন্দ রয়েছেই। একদিকে ২০২৪ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের সবথেকে বড় অর্থ সরবরাহকারী মাস্ক নিজে রাজনৈতিক দল খুললে যে আখেরে ট্রাম্পের ক্ষতি, তা স্পষ্টতই বুঝে গিয়েছিলেন তিনি। তাই মাস্কের রাজনৈতিক দল খোলার জল্পনা শুরু হতেই হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর সংস্থা সরকারি যে ভর্তুকি পায় তা সব বন্ধ করে দেওয়া হবে।

সম্প্রতি ট্রাম্প-মাস্ক মধুচন্দ্রিমা শেষ হওয়ার পরে মাস্ক সম্পর্ক মেরামতিতে হাত বাড়িয়েছিলেন। কিন্তু কান দেননি ট্রাম্প। এবার পাল্টা রাজনৈতিক দল (political party) খোলার ঘোষণা করে চাপ বাড়ালেন মাস্ক। সেক্ষেত্রে মাস্ক যদিও যুক্তি দেখিয়েছেন, আমেরিকায় ডেমোক্রাট (Democratic Party) ও রিপাবলিকানদের (Republican Party) যে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে তা আদতে গণতন্ত্র নয়। এতে একটি দলই গোটা দেশ শাসন করে। সেই সঙ্গে প্রশ্ন তোলেন বর্তমান মার্কিন অর্থনীতি নিয়েও। এর আগে ট্রাম্পের সরকারি সাহায্য বন্ধ, কর ব্যবস্থা ও রাষ্ট্রপতির খরচের সিদ্ধান্ত নিয়ে প্রথম ট্রাম্প-বিরোধিতা শুরু করেছিলেন মাস্ক।

আরও পড়ুন: বেনজির! প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে বাংলো খালি করার জন্য কেন্দ্রকে চিঠি সুপ্রিম কোর্ট প্রশাসনের

মাস্কের দাবি, তাঁর রাজনৈতিক দলে বাস্তবের স্বাধীনতা পাবেন মার্কিন নাগরিকরা। তার মধ্যে যে অর্থনৈতিক স্বাধীনতারও উল্লেখ থাকছে তা বলাই বাহুল্য। তবে কোন পথে তিনি রাজনৈতিক দল তৈরি করবেন আমেরিকার মতো রাজনৈতিক পরিকাঠামোতে, তা স্পষ্ট করেননি তিনি। সেই সঙ্গে এই দলের নেতৃত্ব হিসাবে কাদের মুখ উঠে আসবে তারও উল্লেখ নেই মাস্কের পোস্টে।

রাজনৈতিক দল তৈরির সম্ভাবনায় মাস্কের ভর্তুকি (subsidy) তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এবার সেই ঘোষণা হয়ে যাওয়ার পরে তিনি কোন পথে হাঁটবেন, তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। আমেরিকায় জন্ম না হওয়ার কারণে মাস্ক কখনওই মার্কিন প্রেসিডেন্ট (President of America) হতে পারবেন না। তবে তাঁকে কী ট্রাম্পের চিরাচরিত ঢঙে আমেরিকা থেকে বের করেও দেওয়া হতে পারে? ট্রাম্প যদিও এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি। ধন্দ জারি রেখে তিনি বলেছিলেন, বিষয়টি নিয়ে আমরা ভেবে দেখব।

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...
Exit mobile version