আন্তর্জাতিক চাপে সিন্ধু জল বন্ধে কোণঠাসা পাকিস্তান (Pakistan)। অবশেষে দুই কুখ্যাত জঙ্গি প্রধানকে ভারতের (India) হাতে তুলে দিতে রাজি হল তারা। তবে সেক্ষেত্রেও শর্ত দিয়েছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। তাঁর কথায় ভারত যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে লস্কর প্রধান হাফিজ সইদ ও জইশ প্রধান মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি তারা। সম্প্রতি সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী জানান, সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনায় বসতে তাঁরা প্রস্তুত। ভারতের সঙ্গে সুসম্পর্কের নিরিখে লস্কর ই তইবার প্রধান হাফিজ সইদ ও জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে আমরা প্রত্যর্পণ করতে রাজি। বর্তমানে পাকিস্তানে হাফিজ সইদ ৩৩ বছরের কারাদন্ড ভোগ করেছেন। আজাহার মাসুদকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ।
বিলাওয়াল বলেন, “ভারত এদের বিরুদ্ধে সীমান্তবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলেছে। তবে সেক্ষেত্রে তাদের দোষী প্রমাণ করার ক্ষেত্রে ভারত কিছু পন্থা অস্বীকার করেছে।” পাক বিদেশমন্ত্রীর কথায়, “যদি ভারত সরকার আমাদের তথ্য দিতে পারে যে মাসুদ আজহার পাকিস্তানে রয়েছে, সেক্ষেত্রে আমরা ওকে গ্রেফতার করতে পারি। বিলাওয়াল বলেন, “পাকিস্তানের আদালতে এসে ভারতের প্রতিনিধি উপযুক্ত প্রমাণ দিক।” এরপরই পাক বিদেশমন্ত্রীর বলেন, “ভারত যদি এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত থাকে তাহলে তারা জানাক। সেক্ষেত্রে আমি নিশ্চিত যে পাকিস্তানের মাটিতে অপরাধী এই ব্যক্তিদের প্রত্যর্পণে আর কোনও বাধা থাকবে না।”
পহেলগাম হামলা এবং জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়েছে পাকিস্তানের। সিন্ধুর জল বন্ধে জল সংকট দেখা দিয়েছে সে দেশে। তারপরেও গোঁ ছাড়েনি পাকিস্তান। জঙ্গি প্রত্যর্পণে রাজি হয়েও শর্ত চাপাচ্ছে শাহবাজ শরিফের দেশ। আরও পড়ুন : নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, রাস্তার ধারে উদ্ধার দেহ
–
–
–
–
–
–
–
–
–
–
–
–