Tuesday, November 4, 2025

নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, রাস্তার ধারে উদ্ধার দেহ

Date:

দক্ষিণ ২৪ পরগানার নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর (TMC worker) রহস্য মৃত্যু। রাস্তার ধারে উদ্ধার হয়েছে দেহ। মৃতের নাম সুদীপ নাড়ু। শনিবার রাতে নরেন্দ্রপুর–বিষ্ণুপুর সীমান্তবর্তী জয়কৃষ্ণপুর এলাকায় রাস্তার ধারে উদ্ধার হয়েছে দেহ। স্থানীয় বাসিন্দারা ঝোপের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নরেন্দ্রপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরিবার সূত্রে জানা যায়, সন্দীপ গাড়ি চালাতেন এবং প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারের দাবি, কয়েকদিন আগে তাঁর ব্যবসা নিয়ে ঝামেলা হয়েছিল। গোটা এলাকা প্রশ্ন তুলছে—ব্যবসায়ীয় বিবাদের জেরেই নাকি কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অন্য কোথাও খুন করে মৃতদেহ ঝোপে ফেলে রাখা হয়েছিল। এই ঘটনায় আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে আরও উত্তেজনা তৈরি হতে পারে। স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলের প্রতি চাপ তৈরি হয়েছে—দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

আপাতত ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছে পুলিশ। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ এবং সময় জানা সম্ভব হবে। তদন্ত তৃণমূল কর্মীর পরিচয়, গতকালের অবস্থান এবং যে সমস্ত লোকের সঙ্গে তার সংযোগ ছিল—এসবও খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন : গড়ফায় দুষ্কৃতী দাপট, ছিঁড়ল তৃণমূলের পোস্টার: তদন্তে পুলিশ

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version