পহেলগাম হামলা নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী মোদিকে তোপ দাগলেন রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মন্ত্রীর প্রশ্ন, পহেলগাম হামলার পর ৭৬ দিন কেটে গেছে। এখনও পর্যন্ত কোনো উত্তর দেননি কেন প্রধানমন্ত্রী?

শুধু তাই নয়, ওই পোস্টে শশী পাঁজা লেখেন, “‘শক্তিশালী সীমান্ত’ এবং ‘শূন্য সহনশীলতার’ দীর্ঘ দাবি সত্ত্বেও, চারজন সন্ত্রাসী ভারতে সফলভাবে অনুপ্রবেশ করে এবং ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করে। এরপর ৭৬ দিন হয়ে গেছে। এখনও একটিও উত্তর নেই।” এরপরেই প্রধানমন্ত্রী @narendramodi লিখে রাজ্যের মন্ত্রীর প্রশ্ন, “শীর্ষস্থানীয়দের থেকে দায়িত্ব নেওয়া শুরু না হলে কোথা থেকে শুরু হয়?” ওই পোস্টের সঙ্গেই “প্রায়োরিটি” এবং হ্যাশ ট্যাগ “পাঁচ সওয়াল” লিখে একটি ভিডিও পোস্ট করেছেন শশী পাঁজা। যে ভিডিওতে মূলত কটাক্ষ করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বিদেশ সফর, মিথ্যা প্রতিশ্রুতি, টেলিপ্রম্পটার, শুভেন্দু অধিকারী বা সাংবাদিক সম্মেলনকে গুরুত্ব দেন কিন্তু পহেলগাম হামলার মত ঘটনাকে নয়।

প্রসঙ্গত, বর্তমানে লম্বা বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। ২ থেকে ৯ জুলাই আট দিনে পাঁচটি রাষ্ট্র ঘুরবেন তিনি। এই সফর নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন কংগ্রেস। এই পরিস্থিতিতে পহেলগাম নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার এই পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন – কলকাতায় কলেরা! আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি যুবক


_


_
_

_
_
_

_

_

_

_

_