বিহার পুলিশের বড় সাফল্য, বেআইনি অস্ত্র সরবরাহকারী দুষ্কৃতী বিকাশ ওরফে রাজাকে এনকাউন্টারে খতম করল এসটিএফ (Bihar Police STF)। তাঁর বিরুদ্ধে ব্যবসায়ী গোপাল খেমকাকে (Gopal Khemka) গত ৪ জুলাই রাতে পাটনার গান্ধী ময়দান এলাকায় রামগোলাম চকের কাছে গুলি করে ঝাঁজরা করে দেওয়ার অভিযোগ ছিল। মঙ্গলবার সকালে পাটনার মাল সালামি থানা এলাকার পাটনা ঘাটে রাজার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। সেখানেই দুই তরফের মধ্যে ব্যাপক গুলির লড়াইয়ের পর পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজার বলেই সূত্র মারফত জানা গেছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–