রাজ্যে শিল্পভিত্তিক পরিকাঠামো উন্নয়ন এবং রাজস্ব আয়ের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে জোরকদমে উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে অনুষ্ঠিত ‘সিনার্জি কমিটি’-র বৈঠকে মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা ড. অমিত মিত্র জানান, রাজ্যে ইতিমধ্যেই ৩,০৬৯টি শিল্প সংক্রান্ত বিনিয়োগ প্রস্তাব গৃহীত হয়েছে।
বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ইস্পাত, জেমস অ্যান্ড জুয়েলারি, তথ্যপ্রযুক্তি, পর্যটন, চর্ম ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে। অমিতবাবুর কথায়, “জেমস অ্যান্ড জুয়েলারি শিল্প থেকে ১.৮ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকেও এসেছে ৪২৩ মিলিয়ন ডলারের রাজস্ব।”
বস্ত্র শিল্পেও রাজ্যের অগ্রগতি চোখে পড়ার মতো। ১৮১ মিলিয়ন কেজি ফেব্রিক উৎপাদনের পাশাপাশি স্কুল ইউনিফর্ম তৈরির জন্য ব্যবহৃত হয়েছে ৫ কোটির বেশি মিটার ফেব্রিক। এর সিংহভাগই তৈরি করেছেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, যার মাধ্যমে সৃষ্টি হয়েছে ৬ কোটি কর্মদিবস। পর্যটন এবং চর্ম শিল্পেও বাড়ানো হচ্ছে পরিকাঠামোগত বিনিয়োগ। পুজোর পরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বড় মাপের ব্যবসায়িক সম্মেলন— বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। শিল্পে আরও বেশি বিনিয়োগ টানতে এই কনক্লেভকে অন্যতম হাতিয়ার হিসেবেই দেখছে রাজ্য সরকার।
আরও পড়ুন – ফের আর জি করকে ইস্যু করে রাজনীতির চেষ্টা! ৮ অগাস্ট রাতভর কর্মসূচির ডাক JDF-এর, তীব্র কটাক্ষ কুণালের
_
_
_
_
_
_
_
_
_
_
_