Wednesday, November 5, 2025

দুবাইয়ের মাটিতে মধ্যরাতে ডোনাকে কেক খাইয়ে জন্মদিন সেলিব্রেশন মহারাজের

Date:

৮ জুলাই দিনটি সৌরভ (Saurav Ganguly) ভক্তদের কাছে বিশেষভাবে স্মরণীয়। প্রিয় ‘দাদা’র জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা (Saurav Ganguly’s birthday) জানিয়েছেন অনুরাগীরা। তবে জন্মদিনের মধ্যরাতে শহর কলকাতা থেকে অনেকটা দূরে দুবাইয়ের মাটিতে স্ত্রী (Dona Ganguly) ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিশেষ দিনের শুরুটা করে ফেললেন মহারাজ। ৫৩ তম জন্মদিনে দুবাইয়ের হোটেলে কেক কাটলেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিজে হাতে বার্থ ডে স্পেশাল কেক খাইয়ে দিলেন স্ত্রী ডোনা ও বন্ধুদের। এরপরই কলকাতায় ফিরে আসেন সৌরভ। আজ সারাদিন নিজের বাড়িতেই থাকছেন ‘বেহালার ছেলেটা’।

ক্রিকেট মাঠ থেকে শুরু করে বিজ্ঞাপন বা রিয়ালিটি শো-এর মঞ্চে নিজের প্রতিভার দাপুটে ‘দাদাগিরি’ দেখানোর পর সৌরভ এই মুহূর্তে ক্রিকেটের ধারাভাষ্য, বিশ্লেষণের পাশাপাশি ব্যবসা সংক্রান্ত নানা ধরনের প্রজেক্ট নিয়ে নিয়ে বেশ ব্যস্ত। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শেষ হওয়ার পরে ইংল্যান্ডে যান সৌরভ। বার্মিংহামে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচের প্রথম দুদিন মাঠে উপস্থিত ছিলেন। প্রথম দিন কিছুক্ষণের জন্য ম্যাচের মাঝে স্টুডিওয়ে বিশ্লেষক হিসেবে বসেন সৌরভ। লন্ডনে মেয়ে সানা থাকার কারণে ডোনাও আপাতত ওখানেই আছেন।ক্রিকেট ম্যাচ দেখার পাশাপাশি নাচের অনুষ্ঠান করেন শিল্পী। ‌ছুটির মেজাজে সময় কাটান গঙ্গোপাধ্যায় দম্পতি।‌ প্রত্যেক বছর সৌরভের জন্মদিনে বিভিন্ন ফ্যান ক্লাবের তরফ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। এবছরেও ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে অধিনায়ক সৌরভ থেকে শুরু করে লড়াকু দাদার বাইশ গজ কাঁপানো নানা মুহূর্ত কোলাজ ধরা দিয়েছে। জানা গেছে সোমবার কলকাতায় ফেরার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকালেই নিজের শহরে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। সোমবার রাতে দুবাইয়ের হোটেলে কেক কেটেই শহরে ফেরার বিমান ধরেন বার্থডে বয়।সিএবির (CAB) পক্ষ থেকেও বিকেলে জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version