Wednesday, August 20, 2025

দুবাইয়ের মাটিতে মধ্যরাতে ডোনাকে কেক খাইয়ে জন্মদিন সেলিব্রেশন মহারাজের

Date:

৮ জুলাই দিনটি সৌরভ (Saurav Ganguly) ভক্তদের কাছে বিশেষভাবে স্মরণীয়। প্রিয় ‘দাদা’র জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা (Saurav Ganguly’s birthday) জানিয়েছেন অনুরাগীরা। তবে জন্মদিনের মধ্যরাতে শহর কলকাতা থেকে অনেকটা দূরে দুবাইয়ের মাটিতে স্ত্রী (Dona Ganguly) ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিশেষ দিনের শুরুটা করে ফেললেন মহারাজ। ৫৩ তম জন্মদিনে দুবাইয়ের হোটেলে কেক কাটলেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিজে হাতে বার্থ ডে স্পেশাল কেক খাইয়ে দিলেন স্ত্রী ডোনা ও বন্ধুদের। এরপরই কলকাতায় ফিরে আসেন সৌরভ। আজ সারাদিন নিজের বাড়িতেই থাকছেন ‘বেহালার ছেলেটা’।

ক্রিকেট মাঠ থেকে শুরু করে বিজ্ঞাপন বা রিয়ালিটি শো-এর মঞ্চে নিজের প্রতিভার দাপুটে ‘দাদাগিরি’ দেখানোর পর সৌরভ এই মুহূর্তে ক্রিকেটের ধারাভাষ্য, বিশ্লেষণের পাশাপাশি ব্যবসা সংক্রান্ত নানা ধরনের প্রজেক্ট নিয়ে নিয়ে বেশ ব্যস্ত। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শেষ হওয়ার পরে ইংল্যান্ডে যান সৌরভ। বার্মিংহামে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচের প্রথম দুদিন মাঠে উপস্থিত ছিলেন। প্রথম দিন কিছুক্ষণের জন্য ম্যাচের মাঝে স্টুডিওয়ে বিশ্লেষক হিসেবে বসেন সৌরভ। লন্ডনে মেয়ে সানা থাকার কারণে ডোনাও আপাতত ওখানেই আছেন।ক্রিকেট ম্যাচ দেখার পাশাপাশি নাচের অনুষ্ঠান করেন শিল্পী। ‌ছুটির মেজাজে সময় কাটান গঙ্গোপাধ্যায় দম্পতি।‌ প্রত্যেক বছর সৌরভের জন্মদিনে বিভিন্ন ফ্যান ক্লাবের তরফ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। এবছরেও ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে অধিনায়ক সৌরভ থেকে শুরু করে লড়াকু দাদার বাইশ গজ কাঁপানো নানা মুহূর্ত কোলাজ ধরা দিয়েছে। জানা গেছে সোমবার কলকাতায় ফেরার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকালেই নিজের শহরে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। সোমবার রাতে দুবাইয়ের হোটেলে কেক কেটেই শহরে ফেরার বিমান ধরেন বার্থডে বয়।সিএবির (CAB) পক্ষ থেকেও বিকেলে জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version