Thursday, November 6, 2025

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ বিল গেটস! লিস্টে বিলের প্রাক্তন সিইও স্টিভ বালমার

Date:

বিশ্বের অন্যতম ধনকুবের, মাইক্রোসফটের (microsoft) সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates) আর শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। মাত্র এক সপ্তাহে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ শতাংশ কমে গেছে, যা তাঁকে বিশ্বের ১২তম ধনীতম ব্যক্তির অবস্থানে নামিয়ে দিয়েছে। এই তাঁর এই শূন্যস্থান পূরণ করেছেন মাইক্রোসফটের প্রাক্তন প্রধান কর্মকর্তা ও গেটসেরই নিযুক্ত উত্তরসূরি —স্টিভ বালমার (Steven Ballmer)।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, বিল গেটসের (Bill Gates) মোট সম্পদ কমে দাঁড়িয়েছে আনুমানিক ১২৪ বিলিয়নে। আগে যা ছিল প্রায় ১৭৫ বিলিয়নের কাছাকাছি। তবে এই সম্পত্তি হ্রাসের কারণ তাঁর সমাজসেবা। বিল গেটস বহু বছর ধরেই গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিলিয়ন ডলার দান করে আসছেন। ফাউন্ডেশনের ঘোষিত পরিকল্পনায় বলা হয়েছে, আগামী ২০ বছরের মধ্যে তিনি প্রায় সমস্ত ব্যক্তিগত সম্পদ দান করবেন এবং ২০৪৫ সালের মধ্যে ফাউন্ডেশনও বন্ধ করে দেওয়া হবে। ফলে ব্লুমবার্গ তার সম্পদের হিসাব থেকে গেটসের ফাউন্ডেশনে দান করা টাকা বাদ দিয়ে নতুন তালিকা তৈরি করেছে, যার ফলে এই ধস।

বিল গেটসের জায়গায় উঠে এসেছেন স্টিভ বালমার, যিনি ২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফটের সিইও ছিলেন। স্টিভ এখনও কোম্পানির বড় শেয়ারহোল্ডারদের একজন এবং মাইক্রোসফট স্টকের মূল্যে সাম্প্রতিক বড়সড় বৃদ্ধির ফলে তাঁর মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৭২ বিলিয়ন। তিনি বর্তমানে ব্লুমবার্গের তালিকায় ৫ নম্বরে আছেন।

বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে রয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক (৩৬৩ বিলিয়ন), এরপর রয়েছেন বার্নার্ড আর্নল্ট, জেফ বেজোস, ল্যারি এলিসন এবং স্টিভ বালমার। বিল গেটসের নিচে অবস্থান করছেন মুকেশ আম্বানি ও ফ্রান্সের ফ্রাঁসোয়া পিনো।  আরও পড়ুন : মমতার বিরুদ্ধে দুর্নীতির মামলা নেই, তাঁর সমালোচকদের আছে! নাম না করে শুভেন্দুদের ধুয়ে দিলেন দিলীপ

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৬ নভেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৫০ ₹ ১২০৫০০ ₹ খুচরো পাকা সোনা ১২১১০...

‘ভোট জিহাদ’! মামদানির জয়কে কটাক্ষ করে বিপাকে বিজেপি নেতা

দেশে নয়, বিদেশেও ভারতীয়দের ধর্মের ভিত্তিতে বিভাজনের সংস্কৃতি গেরুয়া শিবিরের। সেই কারণে নিউ ইয়র্কের (New York) মেয়র নির্বাচনে...

নিউটাউনে ব্যবসায়ী খুনে আজ উত্তরবঙ্গে তদন্তকারীরা, BDO-কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

বিধাননগর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের (gold trader killed case in newtown) ঘটনায় নাম জড়িয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি...

যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজেও করব না: ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ উড়িয়ে জবাব মমতার

বিশেষ নিবিড় সংশোধন (SIR) মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলায়। ওই দিনই SIR-এর নামে চক্রান্তের প্রতিবাদে রাজপথে নামেন তৃণমূল...
Exit mobile version