Saturday, November 1, 2025

নীতি আয়োগের বৈঠকে বন্ধ বাংলার মুখ্যমন্ত্রীর মাইক। এবার বাংলার ছবি পর্যন্ত চিনতে ভুল করলেন বাংলা থেকে নির্বাচিত বিজেপির ১২ সাংসদ (MP)! ফলে নীতি আয়োগের (NITI Aayog) মতো গুরুত্বপূর্ণ সরকারি নথিতে বাংলার তথ্য প্রকাশ করে প্রথম পাতায় তুলে ধরা হল বিহারের (Bihar) ছবি। বিজেপির বাংলা বিরোধিতার বাস্তব রূপ তুলে ধরে বিজেপি নেতাদের আসল ছবি তুলে ধরা হল তৃণমূল নেতৃত্বের তরফে।

মঙ্গলবার নীতি আয়োগের পক্ষে প্রকাশ করা হয়েছে বাংলা সংক্রান্ত চারপাতার রিপোর্ট। সেই রিপোর্টের প্রথম পাতায় বাংলার (Bengal) ছবির বদলে বিহারের (Bihar) ছবি তুলে ধরা হয়েছে। অর্থাৎ বাংলার রিপোর্ট বলে ছবি বেরোলো বিহারের। বিজেপির বাংলাকে অপমানের এটাই নবতম উদাহরণ, দাবি তৃণমূল সাংসদ সাকেত গোখলের। সাম্প্রতিক একাধিক উদাহরণই স্পষ্ট করে দিয়েছে বিজেপির চরম বাংলা বিরোধিতা। সেখানে নতুন সংযোজন সরকারি নথিতে ভুল ছবি তুলে ধরা।

সেখানেই সাম্প্রতিক বিজেপির বাংলা বিরোধিতার উদাহরণ তুলে ধরে সাংসদ সাকেত গোখলে দাবি করেন, এটা খুব দুর্ভাগ্যজনক যে ভারত সরকার বাংলার (Bengal) ছবিটাও মানচিত্রে (map) খুঁজে পায় না। বাংলা থেকে বিজেপির ১২ জন সাংসদ (MP), ২ জন মন্ত্রী রয়েছেন। তারপরেও তাদের সরকার লজ্জাজনকভাবে বিহারকে বাংলা বলে তুলে ধরছে। বাঙালিদের বিজেপির তাদের শাসিত প্রতিটি রাজ্যে হয়রানি ও অত্যাচারের মুখে ফেলছে। দলের অন্যান্য নেতাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) স্পষ্ট করে দিয়েছেন কীভাবে বাংলায় নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বাংলার বাসিন্দাদের উপর এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে সাকেত দাবি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যদি আপনার এতটুকু লজ্জা বাকি থাকে তবে আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন। নাহলে এই ভুল আপনার দলকে আসন্ন সময়ে দীর্ঘ ভোগান্তি দেবে।

আরও পড়ুন: বাংলায় ফ্যাঞ্চাইজি ফুটবল লিগ শ্রাচী স্পোর্টস-এর: অক্টোবরে কিক-অফ

যে নীতি আয়োগের মাধ্যমে গোটা দেশে রাজ্যের ভিত্তিতে উন্নয়নের দাবি করে কেন্দ্রের মোদি সরকার, সেই নীতি আয়োগের নথিতে ভুল ছবি (map) নিয়ে বাংলার শাসক দলের পক্ষে দাবি করা হয়, নীতি আয়োগের কাছে আশা ছিল নীতিগত স্পষ্টতার, কিন্তু তারা তো গোটা বাংলাকেই বিহার বলে চালিয়ে দিল সরকারি নথিতে!

সেখানেই তৃণমূলের তরফে স্মরণ করিয়ে দেওয়া হয়, একদিকে বন্ধ করে দেওয়া হয় আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মাইক, আর অন্যদিকে বাংলার নাম পাল্টে লেখা হয় বিহার। যখন এমন প্রাথমিক তথ্যই ভুল থাকে, তখন ওদের “নীতি-দক্ষতা”র উপর আর কতটা ভরসা রাখা যায়?

Related articles

মিলেছে পরিশ্রমের ফল, UPSC পরীক্ষায় দেশের মধ্যে সপ্তদশ স্থান অধিকার রায়গঞ্জের মনীষার

ইউপিএসসি (UPSC) পরিচালিত জিওফিজিসিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তদশ স্থান অর্জন করে সকলের নজর কেড়েছেন রায়গঞ্জের কলেজপাড়ার মেয়ে মনীষা...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

নির্বাচন প্রক্রিয়ার আগে বাংলার মানুষকে এসআইআর দিয়ে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন।...

ভারতের শক্তি ব্যাটিং, দুর্বলতা ফিল্ডিংয়ে, পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও

আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে...
Exit mobile version