Sunday, November 2, 2025

দৃষ্টান্তমূলক রায়! নাবালিকা ধর্ষণ-খুনে ৩ দোষীর ফাঁসি সাজা ঘোষণা জলপাইগুড়ি পকসো আদালতের

Date:

জলপাইগুড়ির রাজগঞ্জে (Rajganj) নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত ৩ দোষীর মৃত্যুদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির পকসো আদালত (POCSO Court)। বৃহস্পতিবারের এই রায়ে ৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল নির্যাতিতার পরিবারের। সুবিচার ও দ্রুত বিচারপ্রক্রিয়ার দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে রাজ্য পুলিশ ও প্রশাসনের ভূমিকা। ঘটনাটি ঘটে ২০২০ সালের ১০ আগস্ট। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বাসিন্দা এক নাবালিকা স্কুলছাত্রী নিখোঁজ হয়। পরদিন, অর্থাৎ ১১ আগস্ট, মেয়েটির পরিবার থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে। কিন্তু কিছুদিন পর বাড়ি থেকে সামান্য দূরে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় ছাত্রীর পচাগলা মৃতদেহ। তদন্তে নেমে জলপাইগুড়ি জেলা পুলিশ দ্রুত ৩ অভিযুক্তকে গ্রেফতার করে এবং জোরালো প্রমাণ ও সুনির্দিষ্ট সাক্ষ্যের ভিত্তিতে চার্জশিট পেশ করে আদালতে।

এদিন মোট ২৯ জন সাক্ষীর জবানবন্দি এবং অপরাধের গুরুত্ব বিবেচনা করে, বিচারক ৩ অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। মামলাটির দ্রুত নিষ্পত্তি এবং নির্ভরযোগ্য প্রমাণ দাখিলের জন্য জেলা পুলিশ ও প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee) ‘নারী নিরাপত্তা অগ্রাধিকার’ নীতির প্রতিফলন বলেই মনে করছে প্রশাসনিক মহল। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গনপত বলেন, “এই রায় রাজ্য পুলিশের কাছে এক প্রেরণা। আমরা দৃঢ় প্রতিজ্ঞ— কোনও অপরাধী যাতে আইনের ফাঁক গলে না বেরিয়ে যেতে পারে, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।” এই মামলার রায় নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছে রাজ্য প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলি। আরও পড়ুন : অসুস্থ কুকুরকে পিটিয়ে খুন! কল্যাণীতে প্রধান শিক্ষকসহ ধৃত ২ 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version