Wednesday, August 20, 2025

৪০ হাজার মহিলা গায়েব ওড়িশায়! তৃণমূলের পথে রাহুলের নিশানায় বিজেপি

Date:

ওড়িশায় বিজেপি শাসনে একের পর এক ধর্ষণ, গণধর্ষণের ঘটনা প্রথমে সামনে এনেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপির আমলে যেভাবে ওড়িশার (Odisha) নারীদের অপমান ও নির্যাতন বেড়েছে, এবার তাকেই হাতিয়ার করা শুরু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওড়িশার ভুবনেশ্বরে (Bhubaneswar) দাঁড়িয়ে রাহুলের দাবি ওড়িশা থেকে নিখোঁজ (missing) ৪০ হাজার মহিলা! ওড়িশার মানুষকে ধনবান আর দরিদ্র-দলিত-পিছিয়ে পড়া মানুষের মধ্যে ভাগ করে দিয়েছে ওড়িশা, দাবি রাহুল গান্ধীর।

১০ দিনে পাঁচটি গণধর্ষণ ওড়িশাকে খবরের শিরোনাম আনতে পারত না, যদি না তৃণমূলের (TMC) পক্ষ থেকে সেগুলি নথিবদ্ধ করে প্রকাশ্যে আনা হত। স্পষ্টত বিজেপির ওড়িশায় মহিলাদের অবস্থা যে কতটা তলানিতে নেমে গিয়েছিল, তা নিয়ে নতুন রাজনীতির তাস সাজালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

শুক্রবার ভুবনেশ্বরে রাহুল গান্ধী দাবি করেন, একটা নতুন ব্যাপার শুরু হয়েছে। ওড়িশা (Odisha) থেকে ৪০ হাজার মহিলা নিখোঁজ (missing) হয়ে গিয়েছে। তারা কথায় গিয়েছে আজ পর্যন্ত তা জানা যায়নি। সেই সঙ্গে তিনি দাবি করেন, এই রাজ্যে প্রতিদিন নারীর প্রতি নির্যাতন হয়ে চলেছে। এই বছরেই প্রতিদিন ওড়িশায় ধর্ষিতা হয়েছেন ১৫জন মহিলা।

আরও পড়ুন: তীব্র বাংলা-বিরোধী বিজেপির বাংলাভাষীদের বিরুদ্ধে গভীর চক্রান্ত, ৬ প্রশ্নবাণ তৃণমূলের

কংগ্রেসের নতুন লক্ষ্য যে ওড়িশা তা স্পষ্ট রাহুলের কথায়। এই রাজ্যে মহিলাদের পাশাপাশি দরিদ্র ও দলিত (Dalit) শ্রেণির পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে রাহুল বলেন, ওড়িশার সরকারের একটাই কাজ, দরিদ্রের ধন লুঠ করা। এই রাজ্যে একদিকে গরীব মানুষ, দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষ। অন্যদিকে ৫ থেকে ৬ ধনবান ও বিজেপির নেতারা। এই লড়াই চলতেই থাকবে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version