Sunday, November 2, 2025

নির্মাণ দুর্নীতি! মোদির গুজরাটে ৪২ কোটি টাকার সেতু ভাঙতে বরাত ৮ কোটির

Date:

সম্প্রতি ভেঙেছে সেতু। স্পষ্ট হয়ে গিয়েছে নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে রক্ষণাবেক্ষণের গাফিলতি। কিন্তু নির্মাণেও যে গত এক দশকে কত গাফিলতি ও দুর্নীতি হয়ে চলেছে, তা জ্বলন্ত উদাহরণ আহমেদাবাদের (Ahmedabad) আট বছরের পুরোনো একটি সেতু। নিম্নমানের সামগ্রীতে সেতু তৈরি হওয়ার জন্য আট বছর ধরে প্রায় ব্যবহার না করেই কোটি কোটি টাকা খরচ করে এবার ভেঙে ফেলতে হবে সেই সেতু (flyover)। পরিস্থিতি এমনই যে তিন বছর ধরে সেতু ভাঙার জন্য টেন্ডার (tender) করেও সাড়া পাওয়া যায়নি কোনও নির্মাণ সংস্থার। অবশেষে শর্ত বদলে ভাঙার জন্য দায়িত্বশীল একটি সংস্থাকে পাওয়া গিয়েছে।

২০১৭ সালে আমেদাবাদ শহরের হাটকেশ্বর (Hatkeswar) উড়ালপুল তৈরি হয়েছিল। সেই সময় খরচ হয়েছিল প্রায় ৪২ কোটি টাকা। এরপরই অভিযোগ ওঠে এই সেতু তৈরিতে ব্যবহার হয়েছে নিম্নমানের সামগ্রী। আদালতে মামলা হওয়ায় বন্ধ করে দেওয়া হয় উড়ালপুল। ২০২২ সাল থেকে এই উড়ালপুলে (flyover) কোনও রকমের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের (Ahmedabad Municipal Corporation) পক্ষ থেকে নির্দেশ জারি হয় সেতু ভেঙে ফেলার।

আমেদাবাদ পুরসভা তিন বছর ধরে সেতু ভাঙা ও নতুন সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রকাশ করে। কিন্তু কোনও নির্মাণ সংস্থা সেই টেন্ডারে সাড়া দেয়নি। শেষে টেন্ডারের শর্ত বদলে শুধুমাত্র ভাঙার টেন্ডার জারি হয়। তাতে সাড়া পাওয়া যায়। ৪২ কোটির সেতু ভাঙতে সর্বনিম্ন দাম ওঠে ৭.৯ কোটি টাকা। এর মধ্যে ৩.৯ কোটি টাকা দেবে আমেদাবাদ পুরসভা (Ahmedabad Municipal Corporation)। বাকি ৪ কোটি ভাঙা সেতুর সামগ্রী বিক্রি করে পাওয়া যাবে।

আরও পড়ুন: ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা, ফের আত্মহত্যার চেষ্টা

মোরবি সেতু বা গম্ভীরা সেতু ভাঙায় গুজরাট প্রশাসনের যে দুর্নীতি ও দুরবস্থা সামনে এসেছে, তাতে মোদির রাজ্যে দীর্ঘদিনের বস্তাপচা রাজনীতির অভ্যাসের বদলের দাবি উঠেছে। সম্প্রতি গুজরাটে উপনির্বাচনে একটি আসনে পরাজয় তার খানিকটা প্রকাশ হয়েছে। এবার সেতু গড়তে ও ভাঙতে যেভাবে কোটি কোটি নাগরিক অর্থ নিয়ে নয়ছয় হচ্ছে আমেদাবাদে, তাতে ফের প্রশ্নে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version