Wednesday, August 20, 2025

আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ইঞ্জিনে পৌঁছয়ইনি জ্বালানি! AAIB-র প্রাথমিক রিপোর্ট ঘিরে একাধিক প্রশ্ন

Date:

Share post:

গুজরাটের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Accident) তদন্তে এবার উঠে এল নয়া তত্ত্ব। একদিকে ককপিটে থাকা দুই পাইলটের চাঞ্চল্যকর কথোপকথন প্রকাশ্যে আসায় দুর্ঘটনাগ্রস্ত বিমানের ইঞ্জিনে আদৌ জ্বালানি পৌঁছেছিল কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার (Air India) লন্ডনগামী বোয়িং বিমান দুর্ঘটনার তদন্তে নেমে এয়ারক্র্যাফ্‌ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB ) শনিবার যে ১৫ পাতার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে তাতে উঠে এসেছে জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে বিমান বিপর্যয়ের কথা। পাশাপাশি দুই পাইলটের কথোপকথনেও যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং সংস্থার ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের দু’টি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার এক মাসের মাথায় প্রকাশিত AAIB-র রিপোর্ট বলছে, দুই পাইলট সক্রিয় বিকল্প চালুর মতো মরিয়া চেষ্টা করেও শেষরক্ষা করতে পারেননি। জ্বালানির সুইচ ‘রান’ (চালু) থেকে ‘কাটঅফ’ (বন্ধ)-এ চলে এসেছিল এক সেকেন্ডের মধ্যে।ককপিটের যে অডিয়ো রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসেছে, তাতে শোনা গিয়েছে, এক পাইলট অপরকে প্রশ্ন করছেন, ‘‘আপনি কেন জ্বালানি বন্ধ করে দিলেন?” অন্য জন উত্তর দেন, ‘‘আমি করিনি।’’ যদিও ‘মে ডে কল’ কে পাঠিয়েছিলেন সেটা স্পষ্ট নয়।বিমানবন্দর থেকে যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তাতে ‘রাম এয়ার টার্বাইন’ (RAT) বেরিয়ে আসতে দেখা গেছে। এই যন্ত্রের সাহায্যে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে জরুরি ভিত্তিতে হাইড্রোলিক পাওয়ার পৌঁছে দেয়। একটি ইঞ্জিন আংশিকভাবে চালু করতে পেরেছিলেন পাইলটরা, কিন্তু অন্যটি একেবারেই রেসপন্স করেনি। এয়ারক্র্যাফ্‌ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর রিপোর্ট বলছে বিমান ওড়ার সময় নাকি জ্বালানি সম্পূর্ণ ঠিকভাবেই ভরা হয়েছিল। আবার অন্তর্ঘাতের কোনও তত্ত্বও নেই। বিমান ওড়ার সময়ে ফ্ল্যাপ সেটিং এবং গিয়ারের অবস্থাও স্বাভাবিক ছিল বলে মত তদন্তকারীদের। দৃশ্যমানতার সমস্যা বা পাইলটদের শারীরিক অসুস্থতার কথাও বলা হয়নি রিপোর্টে। তাহলে দুর্ঘটনা কীভাবে? কখনও মৃত পাইলটদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে, আবার কখনও আবার জ্বালানির ত্রুটির ইঙ্গিতে বিপর্যয়ের আসল কারণ নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে।

 

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...