উত্তরে টানা বৃষ্টি আর দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝে এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের (Cyclonic Formation) আশঙ্কা আবহবিদদের। হাওয়া অফিস (Weather Department) মনে করছে, বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে দুর্যোগের মুখে পড়তে চলেছে রাজ্য। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় (পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা) ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলা ও উপকূলবর্তী এলাকায় হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।
বাংলা জুড়ে ‘স্ট্রং মনসুন ফ্লো’ থাকার কারণে আপাতত ঝড় বৃষ্টি চলবে। মঙ্গলবার দক্ষিণের চার জেলায় বৃষ্টি বাড়বে। তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। একদিকে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা অন্যদিকে উত্তর ছত্রিশগড়, পঞ্জাব ও পূর্ব অসমে তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে। কলকাতায় সারাদিন মেঘলা আকাশ। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে শহরে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–