Saturday, November 8, 2025

ক্রিকেটের আঁতুড়ঘরে চওড়া হাসি ইংরেজদের মুখে। ভাগ্যের পরিহাস নাকি প্রথম থেকে পরিকল্পনার অভাবে লর্ডসের দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানের টার্গেট পূরণ করতে পারল না টিম ইন্ডিয়া তার উত্তর গম্ভীর- শুভমনদের (Shubman Gill) দিতে হবে নিশ্চয়ই। তবে স্কোরকার্ড বলছে ঐতিহ্যবাহী লর্ডসে (Lords) ২২ রানে জিতে সিরিজ ২-১ করে নিল ইংল্যান্ড। ধৈর্যের পরীক্ষায় ম্যাচ বাঁচানোর মরিয়া লড়াই করেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ব্যাট হাতে সব থেকে বেশি সময় মাঠে কাটালেন বুমরাহ -সিরাজরা। কিন্তু ক্রিকেটদেবতা আজ বোধহয় ইংরেজদের সহায় ছিলেন। তাই শেষরক্ষা হল না।

ভারত- ইংল্যান্ড (Ind vs Eng) তৃতীয় টেস্টের ম্যাচ দেখতে দেখতে বড্ড বেশি করে বিরাট কোহলির অভাব বোধ হচ্ছিল। ভারতীয় মিডল অর্ডার যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল নিঃসন্দেহে অস্বস্তিতে রাখবে কোচ ও ক্যাপ্টেনকে। লর্ডসে ১৯৩ রানের লক্ষ্যে ভারতের পৌঁছতে না পারার পিছনে প্রধান দায় ব্যাটারদের। শুভমন গিলদের ব্যাটিং ব্যর্থতায় ১৭০ রানে শেষ হল ভারতের ইনিংস। শেষ দিন জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৩৫ রান, ইংল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট। চেনা পরিবেশ কাজে লাগালেন স্টোকস, জফ্রা আর্চারেরা। ঋষভ পন্থ (৯), লোকেশ রাহুল (৩৯), ওয়াশিংটন সুন্দরেরা (০) । রাহুল আউট হওয়ার পরই ম্যাচের ফলাফল এক রকম ঠিক হয়ে গিয়েছিল। তবু জাডেজা মরিয়া লড়াই চালালেন। কিন্তু ম্যাচ জেতা গেল না। দ্বিতীয় টেস্ট জয় কি ভারতীয় প্লেয়ারদের অহংকার বাড়িয়ে দিয়েছিল? কারণ শেষবেলার লড়াইটুকু বাদ দিলে লর্ডস ম্যাচে রাহুলের ১০০ আর বুমরাহর পাঁচ উইকেট ছাড়া ভারতের প্রাপ্তির ভাঁড়ার তো শূন্য। অতীত আঁকড়ে লাভ নেই। টেস্ট ক্রিকেটে আর কোহলি নেই। ভারতীয় ক্রিকেটাররা এবার একটু সিরিয়াসলি ভাবতে শিখুন।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version