Friday, November 14, 2025

সাত বছরের সম্পর্কের ইতি টানতে চলেছেন সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও পারুপল্লি কাশ্যপ (Parupalli Kashyap)। বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অলিম্পিকে ব্যাডমিন্টনে প্রথম পদক জয়ী সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেই সেই কথা জানিয়ে দিয়েছেন। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুই ব্যাডমিন্টন তারকা। কিন্তু শেষপর্যন্ত তাদের সেই সম্পর্ক আর থাকছে না। নিজেদের মধ্যে বোঝাপড়া করেই এই পথে হাঁটার কথা জানিয়েছেন ভারতের ব্যাডমিন্টন সেনসেশন সাইনা নেহওয়াল।

অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসাবে পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সেই থেকেই ব্যাডমিন্টনে ভারত নতুন দিশা দেখতে শুরু করেছিল। অন্যদিকে পুরুষদের ব্যাডমিন্টনেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছিলেন পারুপল্লি কাশ্যপ। কমনওয়েলথে সোনা জিতেছিলেন তিনি। পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমি থেকেই দুই তারকার বেড়ে ওঠা।

সেখান থেকেই বিশ্ব ব্যাডমিন্টনে একের পর এক সাফল্য ছুঁয়েছিলেন দুই তারকা। এরপরই ২০১৮ সালে বিয়ের সিদ্ধান্ত। কিন্তু শেষপর্যন্ত সেই বন্ধন থেকেও বেড়িয়ে আসার রাস্তাতেই হাঁটা শুরু করলেন সাইনা ও পারুপল্লি কাশ্যপ।

সোশ্যাল মিডিয়াতে সাইনা নেহওয়াল লিখেছেন, জীবন সবসময়ই আমাদের বিভিন্ন ক্ষেত্রে নিয়ে যায়। বহু ভাবনা এবং নিজেদের মধ্যে কথাবার্তার পরই এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমি এবং কাশ্যপ। শান্তি এবং নিজেদের হিলিংয়ের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালেই সাইনা নেহওয়ালের হাঁটুর চোটের কথা জানিয়েছিলেন। কার্যত তাঁর বাতের সমস্যার জন্যই কেরিয়ারের ইতি টানার কথাও শোনা গিয়েছিল। এবার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এই সিদ্ধান্তের পিছনে কেরিয়ারের প্রসঙ্গও আছে কিনা তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা।

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...
Exit mobile version