Sunday, November 9, 2025

ভারী বৃষ্টি ও জলছাড়ে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি! জেলাভিত্তিক পর্যবেক্ষণে প্রশাসনের আধিকারিকরা 

Date:

ডিভিসি-র জল ছাড়ার সঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় জলমগ্নতা ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি সামাল দিতে এবং তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিতে জেলাভিত্তিক ভাবে উচ্চপদস্থ আধিকারিকদের দায়িত্ব দিল রাজ্য প্রশাসন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার পরিস্থিতির তত্ত্বাবধানে রয়েছেন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স দফতরের সিনিয়র স্পেশ্যাল সচিব প্রিয়াঙ্ক সিংহ, স্বাস্থ্য দফতরের স্পেশ্যাল সচিব ইউনিস ঋষিণ ইসমাইল এবং কৃষি দফতরের বিশেষ কমিশনার হৃষিকেশ মোদি।

পূর্ব বর্ধমান জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তরের নীলম মীনা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ডিরেক্টর বিভু গোয়েল-কে। বীরভূম জেলার দায়িত্বে রয়েছেন শিল্প দফতরের সচিব বন্দনা যাদব এবং অর্থ দপ্তরের সচিব দেবীপ্রসাদ করণম। হুগলির পরিস্থিতি নজরে রাখবেন শিক্ষা দফতরের সচিব বিনোদ কুমার এবং পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তেওয়ারি।

জেলাভিত্তিক এই নজরদারির মাধ্যমে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন, সাহায্য পাঠানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কাজ আরও গতি পাবে বলে মনে করছে প্রশাসন। সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়মিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এবং কোথাও পরিস্থিতি জটিল হলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের এই তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে বলেই আশাবাদী নবান্ন।

আরও পড়ুন- দেউচা-পাঁচামি খনি প্রকল্পে এমডিও নিয়োগ চূড়ান্ত পর্যায়ে, আগ্রহী ৬ সংস্থা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version