Saturday, November 8, 2025

আগামী ১৯ জুলাই সিএফএল প্রিমিয়ার লিগে মরসুমের প্রথম ডার্বি। কিন্তু তার আগেই পাঠচক্রের কাছে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল (Eastbengal)। গোটা ম্যাচে আক্রমণের ঝড় তুললেও প্রতিপক্ষ শিবিরের জাল একবারও ছিড়তে পারল না ইস্টবেঙ্গল (Eastbengal)। বরং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাঠচক্রের (Pathachara) কাছে একটা গোল হজম করেই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে। ডার্বির আগে এটা যে ইস্টবেঙ্গল শিবিরের কাছে একটা বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

ডার্বির আগে পাঠচক্রের বিরুদ্ধে এই ম্যাচটাই ছিল ইস্টবেঙ্গলের (Eastbengal) কাছে প্রধান পরীক্ষার। নিজেদের শক্তি, দুর্বলতা দেখে নিতে চেয়েছিল ইস্টবেঙ্গল। সেখানেই পয়েন্ট হাতছাড়া তো হলই, হারের মুখে পড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে। ম্যাচের পরই কার্যত হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ। সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। সেইসঙ্গে বিনোর মুখে উঠে এসেছে ফুটবলারদের ফিটনেসের কথাও।

কিন্তু প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। ডার্বির আগে দলের যদি এমন পারফরম্যান্স হয় তবে মোহনবাগানের বিরুদ্ধে কী হবে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করেছিল ইস্টবেঙ্গল। একের পর এক বল পৌঁছে গিয়েছিল মামোনি পাঠচক্রের বক্সে। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের অসাধারণ দক্ষতা বারবারই রুখে দিয়েছিল ইস্টবেঙ্গল আক্রমণকে।

প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলেরই আক্রমণ ছিল সবচেয়ে বেশি। কিন্তু ফলাফল ছিল সেই একই। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাঠচক্রের গোল। আর তাতেই লাল-হলুদ ব্রিগেডের সমস্ত হিসাব বদলে গিয়েছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version