Wednesday, November 5, 2025

লর্ডসে একেবারে তীরে এসে তরী ডুবেছে ভারতের। রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দুর্ধর্ষ লড়াইয়েও আর শেষরক্ষা হয়নি। লর্ডসে হাড্ডহাড্ডি লড়াইয়ে শেষপর্যন্ত হার মেনেছিল টিম ইন্ডিয়া। ২২ রানে ভারতের হারের পর থেকেই শুরু হয়ে গিয়েছে হারের কারণ খোঁজার কাজ। চলছে চুল চেড়া বিশ্লেষণ। অবশেষে মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ভারতের হারের প্রকৃত কারণটাই দর্শালেন তিনি।

এত ভালো পজিশনে থেকেও কেন হারলো ভারত। এই প্রশ্নটা ওঠাটাই তো স্বাভাবিক। সেখানেই শুভমন গিলের (Shubman Gill) সোজা সাপ্টা উত্তর। প্রথম ইনিংসে লিড নিতে না পারাটাই যে ভারতের হারের অন্যতম প্রধান কারণ তা বলতে দ্বিধা নেই এই তরুণ অধিনায়কের। প্রথম ইনিংসে ৮০ থেকে ১০০ রান লিড নিতে পারলেই যে এই ম্যাচ ভারতের দিকে থাকত তা সোজাসুজিই মেনে নিচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)।

ম্যাচ শেষে গিল (Shubman Gill) জানিয়েছিলেন, “একটা কথাই বলব। আমরা যদি প্রথম ইনিংসে অন্তত ৮০ থেকে ১০০ রানের লিড নিতে পারতাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হত আমাদের জন্য। কারণ আমরা ভালোভাবেই জানতাম যে এই পিচে পঞ্চম দিন ১৫০ থেকে ২০০ রান তাড়া করে জেতাটা খুব একটা সহজ কাজ হবে না। অন্তত ৮০ রানের লিডও যদি নিতে পারতাম, আমরা অনেক ভালো পজিশনে থাকতাম”।

চতুর্থ দিন চার উইকেট হারানোর পরই ভারতীয় ক্রিকেটারদের চোখে মুখে আতঙ্কের ছবি ফুটে উঠেছিল। শেষ দিন শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। কার্যত রবীন্দ্র জাদেজা একা হাতেই লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সিরাজ প্লেডঅন হতেই সব শেষ। সিরিজে ২-১ পিছিয়ে গেল ভারত।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version