অযথা মামলার শুনানি পিছিয়ে দেওয়া বা মামলা মুলতুবি করা যাবে না। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। এবার থেকে মামাল মুলতুবি করতে চাইলে কেন মামলা মুলতুবি করতে চাওয়া হচ্ছে তার জন্য যুক্তি দিয়ে ব্যাখ্যা দিতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট মামলার প্রতিটি পক্ষকে জানিয়ে তাদের সম্মতিও নিতে হবে। দেশের সমস্ত আদালতে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, মামলা মুলতবি করতে চাইলে তার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করে তাতে কারণ জানাতে হবে। যিনি মুলতবি করতে চাইছেন, তাঁকেই ওই ফর্মে অন্য পক্ষগুলির স্বাক্ষর সংগ্রহ করতে হবে। ফর্ম জমা দেওয়ার পর বিচারপতি যাচাই করে সিদ্ধান্ত নেবেন। যদি দেখা যায়, কোনো পক্ষের আপত্তি রয়েছে, তবে বিচারপতি মুলতবি নাও দিতে পারেন।

আইনজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে গতি আসবে ন্যায় বিচার প্রক্রিয়ায়। আইনজীবী মহলের একাংশ মনে করছেন, এই নির্দেশের ফলে মামলা মুলতবির অপব্যবহার অনেকটাই কমবে। দ্রুত বিচার পাওয়ার সম্ভাবনা বাড়বে সাধারণ নাগরিকদের জন্য। একইসঙ্গে, দেশজুড়ে বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ এক নতুন দৃষ্টান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

–

–

–

–

–

–

–
–
–
–
–
–