Tuesday, November 4, 2025

নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বান! কোনক্রমে বাঁচলেন বাসযাত্রীরা

Date:

খরস্রোতা নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বানে (flash flood) আটকে পড়ল যাত্রীবাহী বাস। আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাটে বাঙড়ি নদীতে (Bangri river) হড়পা বানের ঘটনায় যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপদে বাসের যাত্রীদের বের করে পাড়ে নিয়ে আসা সম্ভব হয়। পরে প্রশাসনের তৎপরতায় বাসটিকে পাড়ে তোলা হয়।

আলিপুরদুয়ার এলাকায় সাধারণত পাহাড়ি নদী পার হয়েই যাত্রী পরিবহন করে বেসরকারি বাসগুলি। নদীতে জল কম থাকায় যাত্রী পরিবহনে কোনও সমস্যা হয় না। তবে প্রতিবছর মাদারিহাটে বাঙড়ি নদীতে হড়পা বান আসে। তাতে দুর্ভোগের শিকার হয় স্থানীয় মানুষজন। ভুটান থেকে নেমে আসা ওই পাহাড়ি নদীকে কোনও ভাবেই বশ করা সম্ভব হয়নি। বুধবার সকালে ভুটান (Bhutan) পাহাড়ে প্রবল বর্ষণের ফলে ফের একবার হড়পা বান আসে বাঙড়ি নদীতে (Bangri river)। আর এদিন আচমকা আসা সেই হড়পা বানে নদীর প্রায় মাঝামাঝিতে আটকে পড়ে একটি যাত্রীবাহী বাস।

আরও পড়ুন: ভূতের আধার! দেশের ১০ কোটি মৃত মানুষের আধার কার্ড এখনও বাতিল হয়নি

ঘটনাটি ঘটেছে মাদারিহাটে জামতলা এলাকায়। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেছে টোটোপাড়া থেকে মাদারিহাটগামী ওই বাসের যাত্রীরা। কোনওক্রমে বাস থেকে নেমে প্রাণে বাঁচে যাত্রীরা। নদীর হাঁটু জল পেরিয়ে স্রোতের মধ্যে দিয়ে পাড়ে উঠে আসেন তাঁরা। যাত্রীরা সময়মত বিপদের আঁচ পেয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ায় কারো কোনও ক্ষতি হয়নি। নদীর জল কমলে, দুপুর দেড়টা নাগাদ ক্রেন ও পে লোডার দিয়ে নদীতে আটকে পড়া বাসটি তোলা হয়। মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার জানান, বাস নদীতে আটকে পড়লে সময়মত যাত্রীরা বেরিয়ে আসায় কেনো দুর্ঘটনা ঘটেনি। পরে বাসটিকে নদী থেকে তোলা হয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version