Tuesday, November 4, 2025

নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বান! কোনক্রমে বাঁচলেন বাসযাত্রীরা

Date:

খরস্রোতা নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বানে (flash flood) আটকে পড়ল যাত্রীবাহী বাস। আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাটে বাঙড়ি নদীতে (Bangri river) হড়পা বানের ঘটনায় যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপদে বাসের যাত্রীদের বের করে পাড়ে নিয়ে আসা সম্ভব হয়। পরে প্রশাসনের তৎপরতায় বাসটিকে পাড়ে তোলা হয়।

আলিপুরদুয়ার এলাকায় সাধারণত পাহাড়ি নদী পার হয়েই যাত্রী পরিবহন করে বেসরকারি বাসগুলি। নদীতে জল কম থাকায় যাত্রী পরিবহনে কোনও সমস্যা হয় না। তবে প্রতিবছর মাদারিহাটে বাঙড়ি নদীতে হড়পা বান আসে। তাতে দুর্ভোগের শিকার হয় স্থানীয় মানুষজন। ভুটান থেকে নেমে আসা ওই পাহাড়ি নদীকে কোনও ভাবেই বশ করা সম্ভব হয়নি। বুধবার সকালে ভুটান (Bhutan) পাহাড়ে প্রবল বর্ষণের ফলে ফের একবার হড়পা বান আসে বাঙড়ি নদীতে (Bangri river)। আর এদিন আচমকা আসা সেই হড়পা বানে নদীর প্রায় মাঝামাঝিতে আটকে পড়ে একটি যাত্রীবাহী বাস।

আরও পড়ুন: ভূতের আধার! দেশের ১০ কোটি মৃত মানুষের আধার কার্ড এখনও বাতিল হয়নি

ঘটনাটি ঘটেছে মাদারিহাটে জামতলা এলাকায়। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেছে টোটোপাড়া থেকে মাদারিহাটগামী ওই বাসের যাত্রীরা। কোনওক্রমে বাস থেকে নেমে প্রাণে বাঁচে যাত্রীরা। নদীর হাঁটু জল পেরিয়ে স্রোতের মধ্যে দিয়ে পাড়ে উঠে আসেন তাঁরা। যাত্রীরা সময়মত বিপদের আঁচ পেয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ায় কারো কোনও ক্ষতি হয়নি। নদীর জল কমলে, দুপুর দেড়টা নাগাদ ক্রেন ও পে লোডার দিয়ে নদীতে আটকে পড়া বাসটি তোলা হয়। মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার জানান, বাস নদীতে আটকে পড়লে সময়মত যাত্রীরা বেরিয়ে আসায় কেনো দুর্ঘটনা ঘটেনি। পরে বাসটিকে নদী থেকে তোলা হয়েছে।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version