Thursday, August 21, 2025

‘চণ্ডালিকা’য় হিন্দি গানের ফিউশন, রিয়ালিটি শোয়ে মমতাশঙ্করের মন্তব্য ঘিরে বিতর্ক

Date:

রিয়ালিটি শোয়ের মঞ্চে নৃত্য নিবেদনে বিশ্বকবির ‘চণ্ডালিকা’ পরিবেশনায় হিন্দি গানের ফিউশন যোগ করায় বেজায় চটলেন কিংবদন্তি অভিনেত্রী মমতাশঙ্কর (Mamata Shankar) । সম্প্রতি ডান্স বাংলা ডান্সের (DBD) মঞ্চে বিশেষ এক পর্বে হাজির হয়ে অভিনেত্রী দেবলীনা দত্তের  নৃত্য উপস্থাপনা দেখে ক্ষুব্ধ হয়েছেন ‘মৃগয়া’ অভিনেত্রী। আসলে রবীন্দ্র নৃত্যনাট্যের সঙ্গে হিন্দি গান জুড়ে সৃজনশীল ফিউশন পারফর্ম করেন দেবলীনা। এতে ‘চণ্ডালিকা’কে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মমতাশঙ্কর। এরপর সোশ্যাল মিডিয়ায় বিতর্কের বন্যা।

জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মঞ্চে নৃত্য বা সংগীত পরিবেশনার সময় একাধিক এক্সপেরিমেন্ট করা হয়। অনেকের এটা পছন্দ হয়, অনেকে আবার সমালোচনা করেন। কিন্তু এবার বিষয়টি মাত্রা ছাড়িয়েছে বলে মনে করছে টলিপাড়ার একাংশ। মঙ্গলবার একটি ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে মমতাশঙ্কর বলেন, “আমি কীভাবে সবার কাছে প্রমাণ করব জানি না। যাঁরা আমাকে চেনেন তাঁরা হয়তো বুঝবেন আমি যেটা মন থেকে বিশ্বাস করি তা আমি বিশ্বাস করি। আপনারা সম্প্রতি একটি পর্ব দেখেছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর। আমি একেবারেই সেদিন সেটা পছন্দ করিনি। এমনকী আমি সেটা মঞ্চে ওই উপস্থাপনার পর বলেছি। কিন্তু সম্প্রচারের পর দেখলাম আমার সেই অংশটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আমি কখনওই কোনও রিয়ালিটি শোয়ে বিচারকের আসনে বসতে চাই না।অনেকেই আমাকে এই ঘটনার পর আক্রমণ করেছেন। তাঁদের আমি কীভাবে বোঝাব জানি না। তবে এটুকু বলতে পারি আমার নাচের স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী জানেন যে আমি ঠিক কীরকম উপস্থাপনা পছন্দ করি।” এই বিষয়ে এখনও পর্যন্ত দেবলীনার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version