Tuesday, August 12, 2025

সেপ্টেম্বরে তৃতীয় সেমিস্টার, বৃষ্টির কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিকের নয়া নিয়মাবলী প্রকাশ সংসদের

Date:

Share post:

নতুন নিয়মে উচ্চ মাধ্যমিকের সেমিস্টারের আগে নিরাপত্তা ও নিয়মাবলী নিয়ে ২৩ পাতার বিধি প্রকাশ করল শিক্ষা সংসদ (HS Examination Rules)। চলতি বছর থেকে OMR শিটে পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর (সোমবার), চলবে ২২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। তার আগে শিক্ষা সংসদের (WBCHSE ) প্রকাশিত বিধিতে ইনভিজিলেটর প্রসঙ্গ থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড বিতরণের কথা জানানো হয়েছে।

এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম অ্যাডমিট কার্ড অনলাইনের মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ স্কুল থেকে কোনও হার্ড কপি কালেক্ট করতে হবে না। সরাসরি অনলাইন থেকেই ডাউনলোড করে নেওয়া যাবে। পাশাপাশি বলা হয়েছে কোথাও যদি শিক্ষক ঘাটতি থাকে তাহলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকরা ইনভিজিলেটর হিসেবে কাজ করতে পারবেন।তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রত্যেককেই স্থায়ী পদের শিক্ষক হতে হবে। ক্যাজুয়াল স্টাফদের দিয়ে কাজ চালানো যাবে না। কোনও পরীক্ষার্থী ভুলবশত প্রথম দিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেলে তাঁর পরীক্ষা বাতিল হবে না। তবে দ্বিতীয় দিন অবশ্যই কার্ড সঙ্গে আনতে হবে। যেহেতু তৃতীয় সেমেস্টারের পরীক্ষা মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের তাই পরীক্ষা চলাকালীন শৌচালায় যেতে পারবে না কোনও পরীক্ষার্থী। বর্ষার প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে প্রশ্নপত্র ও উত্তরপত্রের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharjee) বলেন, “উচ্চ মাধ্যমিক স্তরের মূল্যায়ন তৃতীয় ও চতুর্থ সেমিস্টার মিলিয়ে হবে। তৃতীয় সেমিস্টার একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ এই পরীক্ষাটি হবে পুরোটাই OMR শিটে। যেহেতু ঘোর বর্ষায় মধ্যে পরীক্ষা হবে তাই বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বিধিতে।” ‌ সংসদের নির্দেশমতো উচ্চ মাধ্যমিকের প্রধান পরীক্ষা কেন্দ্র এবং প্রশ্নপত্র রাখার জায়গা এমন এলাকায় করতে হবে যেখানে বন্যার কোনও ইতিহাস নেই। শেষ মুহূর্তে কোন সমস্যা হলে পরীক্ষা কেন্দ্র বদলের ব্যবস্থাও করা হতে পারে। বৃষ্টির কথা মাথায় রেখে ওএমআর শিট উত্তরপত্র পরীক্ষা কেন্দ্র থেকে প্যাকেটে করে ট্রেনে পাঠানো হবে না। বরং, উত্তরপত্র যেখানে সংরক্ষিত থাকবে সেখান থেকে নিকটবর্তী ক্যাম্প অফিসে গাড়ি ভাড়া করে পাঠাতে হবে। ক্যাম্প অফিস থেকে কাউন্সিল ওই উত্তরপত্র সংগ্রহ করে নেবে বলে ২৩ পাতার নয়াবিধিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

spot_img

Related articles

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...