Saturday, November 8, 2025

মালদার মৃত কিশোরের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তে অনুমতি হাইকোর্টের

Date:

মালদার(Malda) মানিকচকে(Manikchak) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসনে রহস্যজনক ভাবে উদ্ধার হওয়া শ্রীকান্ত মণ্ডলের দেহের দ্বিতীয়বার ময়না তদন্তে অনুমতি দিলেও কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) একক বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী পরিবারের খরচে মৃত কিশোরীর দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের(Post Mortem) জন্য নিয়ে আসা হবে কল্যাণী এইমসে(AIIMS)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, বৃহস্পতিবার দুপুরের মধ্যে দেহ নিয়ে আসতে হবে কল্যাণী এইমসে।

প্রসঙ্গত, মালদার মানিকচকে একটি বেসরকারি স্কুলের আবাসনে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর পরিবারের তরফে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রটির ওপর অত্যাচার করার অভিযোগ আনা হয়েছিল। পরিবারের ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে দেহ পাঠায়। পরিবার প্রথমবার হওয়া ওই ময়নাতদন্তের (postmortem) রিপোর্টে সন্তুষ্ট না থাকায় তারা দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আর্জি নিয়ে উচ্চ আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয়। এরপর, মালদায় দীর্ঘদিন বরফ চাপা দিয়ে রাখা হয় কিশোরের দেহ।

আরও পড়ুন: নিয়ম মানব না! দুর্গাপুজোর ভিড় নিয়ন্ত্রণে পুলিশের নির্দেশিকা নিয়ে বিজেপির মিথ্যাচার

এই মামলায় কল্যাণী এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাদের কাছে ময়না তদন্তের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি হয়েছে। যদিও, এইমসের তরফে মালদায় অটোপসি সার্জেন পাঠানো সম্ভব নয় বলে এদিন জানানো হয় আদালতে। তবে, দেহ কল্যাণীতে নিয়ে এলে তাদের দ্বিতীয় ময়না তদন্ত করতে কোনো অসুবিধা নেই বলে রিপোর্ট দিয়ে আদালতে জানায় এইমস। মালদার মানিকচক থেকে কল্যাণীতে দেহ আনতে পরিবার খরচ দিতে ইচ্ছে প্রকাশ করায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মানিকচক থানার তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন, পরিবারের খরচে দেহ কল্যাণীতে নিয়ে আসতে পারবেন। শ্রীকান্ত মন্ডল নামে মৃত ওই কিশোরের দেহ বৃহস্পতিবার দুপুরের মধ্যে নিয়ে আসতে হবে। তদন্তকারী অফিসার বা পরিবারের কেউ ময়নাতদন্তের সময় ভেতরে ঢুকতে পারবে না। তবে ঘটনার ভিডিওগ্রাফি করতে হবে এবং ও ভিডিও সংরক্ষণ করতে হবে। দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট প্রাথমিক ভাবে তৈরি করে যদি আগের ময়না তদন্তের রিপোর্টের সঙ্গে কোনো তফাত থাকে তবে, সেটা আইওকে জানিয়ে দিতে হবে। এই মামলায় তদন্ত হস্তান্তর সহ অন্য যেসব আবেদন রয়েছে, নতুন করে তার জন্য আগামী দিনে আবেদন করতে পারবে পরিবার। নির্দেশ কলকাতা হাইকোর্টের।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version