Sunday, November 9, 2025

বিজেপি সরকারের বাংলা-বাঙালি বিদ্বেষের প্রতিবাদে আজ রাজপথে মমতা- অভিষেক

Date:

কোথাও বিজেপি (BJP States) শাসিত রাজ্যে বাঙালিদের চূড়ান্ত হেনস্থার অভিযোগ, আবার কোথাও জোর করে এনআরসি চালু করার অপচেষ্টা। পদ্মরাজ্যগুলিতে বাংলা বললেই অত্যাচারিত হতে হচ্ছে বঙ্গভাষীদের। এবার ডবল ইঞ্জিনের সরকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বুধবার, মহানগরীর রাজপথে মেগা মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। পা মেলাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। বেলা ১ টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি হলেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস (TMC)। একুশে জুলাইয়ের তৃণমূলের এই বিজেপি বিরোধী হাইভোল্টেজ কর্মসূচিতে রেকর্ড সমাবেশ হবে বলে মনে করছেন কর্মী সমর্থকেরা। একদিকে যেমন শহরের বুকে দুপুরে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে, অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের তরফে ২টো থেকে ৪টে পর্যন্ত চলবে প্রতিবাদ কর্মসূচি। গেরুয়া শাসিত ওড়িশা, দিল্লি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা বললেই অত্যাচারিত হতে হচ্ছে। দিল্লির জয় হিন্দ কলোনির বাঙালিদের বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন মমতা। লেখেন, “নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।“ এবার বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নামছেন তিনি। সঙ্গে থাকবেন অভিষেকও। মহানগরীর এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা সামিল হবেন বলে জানা গেছে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version