Friday, November 14, 2025

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ঐতিহাসিক পদক্ষেপ, স্কুলপড়ুয়াদের বিনামূল্যে এইচপিভি টিকা দেবে রাজ্য 

Date:

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের স্কুলপড়ুয়া কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (HPV) টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষা দফতরের মাধ্যমে ২০২৭ সাল থেকে শুরু হবে এই টিকাকরণ কর্মসূচি।

রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ অসীম দাস মালাকার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সর্বভারতীয় টিকাকরণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাতেও এই উদ্যোগ বাস্তবায়িত হতে চলেছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন স্তরে পরিকাঠামো উন্নয়ন, বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভারতে মহিলাদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বাধিক প্রাণঘাতী রোগ। ২০২৩ সালে প্রায় ১.২৪ লক্ষ মহিলা এই রোগে আক্রান্ত হন এবং প্রায় ৮০ হাজার মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, এই ক্যান্সারের প্রধান কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)-এর সংক্রমণ। সময়মতো টিকাকরণ ছাড়া কার্যকর কোনও প্রতিরোধ নেই। এতদিন পর্যন্ত এইচপিভি টিকা মূলত বেসরকারি ক্ষেত্রে পাওয়া যেত, যার দাম ছিল ২৬০০ থেকে ১০,০০০ টাকা প্রতি ডোজ। ফলে বহু নিম্নবিত্ত পরিবার এই টিকার নাগালের বাইরে ছিল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বিপুল সংখ্যক কিশোরী সুরক্ষা পাবে বলে মনে করছেন চিকিৎসকরা।

যদিও এখনও নির্ধারিত হয়নি কোন শ্রেণির বা বয়সসীমার ছাত্রীরা প্রথম পর্যায়ে টিকা পাবে, তবে চিকিৎসা প্রোটোকল অনুযায়ী ৯ থেকে ১৪ বছর বয়সীদের জন্য দু’টি ডোজ যথেষ্ট, আর বেশি বয়সীদের জন্য তিনটি ডোজ প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সময়মতো টিকাকরণই জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের সর্বোত্তম উপায়। রাজ্য স্বাস্থ্য দফতর আশা করছে, এই উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এক নতুন দিগন্তের সূচনা করবে।

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান! মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র হাইকোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version