Saturday, November 8, 2025

ইংল্যান্ডের মাটিতে দাপুটে দীপ্তি, ৪ উইকেটে প্রথম ODI জয় ভারতীয় মহিলা দলের

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে (Ind W vs Eng W 1st ODI) ঠান্ডা মাথায় ধৈর্য্য আর পরিকল্পনার পারফমেন্স দেখালেন অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)। বল হাতে ম্যাজিক করতে না পারলেও, কঠিন পরিস্থিতিতে অনবদ্য ৬২ রানের ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে জেতালেন বাংলা দলের প্লেয়ার। জেমিমা আর দীপ্তির অসাধারণ ইনিংসের সৌজন্যে ওয়ানডে সিরিজে (ODI Series) ভারত এগিয়ে রইল ১-০ তে।

টি-টোয়েন্টি জেতার পর বুধবার ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামেন হরমনপ্রীতরা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংরেজরা। ভারতের সামনে লক্ষ্যমাত্রা দেওয়া হয় ২৫৯ রানের। জবাবে শুরুটা ভালোই করেছিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ওয়ানডে ক্যারিয়ারে সাড়ে চার হাজার রান পূর্ণ করেন ইন্ডিয়ান উইমেন টিমের ভাইস ক্যাপ্টেন।

কিন্তু ২৮ রানে কিপারের হাতে ক্যাচ দিতেই যেন মেজাজ ফিরে পায় ইংরেজ দলের মহিলা বোলাররা। যদিও তখন রানের গতি ঠিকঠাকই চলছিল। ব্রিটিশ ভূমিতে প্রথম ওয়ানডে খেলতে নেমে যথেষ্ট আত্মবিশ্বাসী লেগেছিল রাওয়ালকে। তবে দীর্ঘস্থায়ী হয়নি তাঁর ইনিংস, ৫১ বলে ৩৬ রান করে তিনি আউট হয়ে যান। ক্যাপ্টেন হরমোনপ্রীত (Harmanpreet Kaur) আর হরলীন দেওল ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে আসল খেলা দেখালেন ছনম্বরে ব্যাট করতে আসা দীপ্তি শর্মা। ৬৪ বলে ৬২ রানের ইনিংসে ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি। ম্যাচের একটা সময় যখন ইংল্যান্ডের প্লেয়ারদের বোলিংয়ের সামনে একটু হলেও ব্যাকফুটে লাগছিল ভারতীয় ব্যাটারদের, তখন মাথা ঠান্ডা রেখে সপ্রতিভ ভঙ্গিময় নির্ভুল শট নির্বাচন করেন দীপ্তি। নিজে অপরাজিত থেকে দশ বল বাকি থাকতেই ভারতকে জিতিয়ে দেন তিনি। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার উঠেছে তাঁরই হাতে। তিন ম্যাচে সিরিজে আগামী ১৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচ স্মৃতিদের।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version