Friday, December 19, 2025

ম্যাঞ্চেস্টারেও উইকেটকিপিং গ্লাভস হাতে দেখা যাবে না ঋষভ পন্থকে!

Date:

Share post:

ম্যাঞ্চেস্টারে ভারতের সামনে মরণ বাঁচন ম্যাচ। সেখানেই ভাবাচ্ছে ঋষভ পন্থের চোট। তাঁর আঙুলের চোট এখনও পর্যন্ত সারেনি। শোনা যাচ্ছে ম্যাঞ্চেস্টার টেস্টেও নাকি উইকেটকিপার হিসাবে দেখা যাবে না ঋষভ পন্থকে। তাঁর চোট এখনও পর্যন্ত সারেনি। সেক্ষেত্রে ম্যাঞ্চেস্টারেও শুধু ব্যাটার হিসাবেই দেখা যেতে পারে ঋষভ পন্থকে। লর্ডস টেস্ট থেকেই এই চোট নিয়ে সমস্যায় পড়েছেন ঋষভ পন্থ।

লর্ডস টেস্টের প্রথম দিনই আঙুলে বড়সড় চোট পেয়ছিলেন ঋষভ পন্থ। এরপর থেকেই ভারতীয় দলের হয়ে আর উইকেট কিপিং করতে দেখা যায়নি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। তাঁর পরিবর্তে ভারতীয় দলের হয়ে উইকেটকিপিং করেছিলেন ধ্রুব জুরেল। যদিও ব্যাটিং করতে নেমেছিলেন ঋষভ পন্থ। কিন্তু ম্যাঞ্চেস্টারের আগেও ঋষভ পন্থের চোট না সারাটা যে বেশ চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে তা বলার অপেক্ষা রাখে না।

রায়ান টেন ডাসকাথে জানিয়েছেন, “ম্যাঞ্চেস্টারে ঋষভ পন্থ ব্যাটিং করবেন। আমার মনে হয় না ঋষভ পন্থ এই ম্যাচে উইকেট কিপিং করতে পারবেন। তৃতীয় ম্যাচেও অত্যন্ত যন্ত্রনা নিয়েই ব্যাটিং করেছিলেন তিনি। এর ফলে তাঁর আঙুলের চোটটা তাড়াতাড়ি সেরে উঠতে পারে”।

এই সিরিজে ভারতীয় দলের হয়ে অন্যতম ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছিলেন ঋষভ পন্থ। উইকেটকিপিং করতে না পারলেও, ভারতীয় দলের হয়ে নিজের ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে সেভাবে না পারলেও, প্রথম ইনিংসে তিনি ৭৪ রানও করেছিলেন। এছাড়াও এই সিরিজের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ঋষভ পন্থ।

উইকেটকিপিংয়ে নামতে পারবেন না তিনি। কিন্তু এই চোট ঋষভের ব্যাটিংয়েও কোনওরকম প্রভাব ফেলবে কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা।

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...