Friday, August 22, 2025

ম্যাঞ্চেস্টারেও উইকেটকিপিং গ্লাভস হাতে দেখা যাবে না ঋষভ পন্থকে!

Date:

Share post:

ম্যাঞ্চেস্টারে ভারতের সামনে মরণ বাঁচন ম্যাচ। সেখানেই ভাবাচ্ছে ঋষভ পন্থের চোট। তাঁর আঙুলের চোট এখনও পর্যন্ত সারেনি। শোনা যাচ্ছে ম্যাঞ্চেস্টার টেস্টেও নাকি উইকেটকিপার হিসাবে দেখা যাবে না ঋষভ পন্থকে। তাঁর চোট এখনও পর্যন্ত সারেনি। সেক্ষেত্রে ম্যাঞ্চেস্টারেও শুধু ব্যাটার হিসাবেই দেখা যেতে পারে ঋষভ পন্থকে। লর্ডস টেস্ট থেকেই এই চোট নিয়ে সমস্যায় পড়েছেন ঋষভ পন্থ।

লর্ডস টেস্টের প্রথম দিনই আঙুলে বড়সড় চোট পেয়ছিলেন ঋষভ পন্থ। এরপর থেকেই ভারতীয় দলের হয়ে আর উইকেট কিপিং করতে দেখা যায়নি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। তাঁর পরিবর্তে ভারতীয় দলের হয়ে উইকেটকিপিং করেছিলেন ধ্রুব জুরেল। যদিও ব্যাটিং করতে নেমেছিলেন ঋষভ পন্থ। কিন্তু ম্যাঞ্চেস্টারের আগেও ঋষভ পন্থের চোট না সারাটা যে বেশ চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে তা বলার অপেক্ষা রাখে না।

রায়ান টেন ডাসকাথে জানিয়েছেন, “ম্যাঞ্চেস্টারে ঋষভ পন্থ ব্যাটিং করবেন। আমার মনে হয় না ঋষভ পন্থ এই ম্যাচে উইকেট কিপিং করতে পারবেন। তৃতীয় ম্যাচেও অত্যন্ত যন্ত্রনা নিয়েই ব্যাটিং করেছিলেন তিনি। এর ফলে তাঁর আঙুলের চোটটা তাড়াতাড়ি সেরে উঠতে পারে”।

এই সিরিজে ভারতীয় দলের হয়ে অন্যতম ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছিলেন ঋষভ পন্থ। উইকেটকিপিং করতে না পারলেও, ভারতীয় দলের হয়ে নিজের ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে সেভাবে না পারলেও, প্রথম ইনিংসে তিনি ৭৪ রানও করেছিলেন। এছাড়াও এই সিরিজের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ঋষভ পন্থ।

উইকেটকিপিংয়ে নামতে পারবেন না তিনি। কিন্তু এই চোট ঋষভের ব্যাটিংয়েও কোনওরকম প্রভাব ফেলবে কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা।

spot_img

Related articles

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২২ অগাস্ট (শুক্রবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৯৪৫ ₹ ৯৯৪৫০ ₹ খুচরো পাকা সোনা ৯৯৯৫...

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...