Wednesday, August 20, 2025

জন্মদিনে ‘বিশেষ উপহার’ চৈতন্যর, আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে!

Date:

আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Chhattisgarh Former CM Bhupesh Baghel’s Son Chaitanya Baghel Arrested )। শুক্রবার সকালে ভিলাইতে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়ে বেশ কয়েক ঘণ্টা তল্লাশি অভিযানের পর চৈতন্যকে গ্রেফতার করেন ইডি (ED) আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে সে রাজ্যে আবগারি ক্ষেত্রে প্রায় ২১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর সঙ্গে চৈতন্যর সরাসরি যোগাযোগের প্রমাণ মিলতেই জন্মদিনের দিন গ্রেফতার করা হল তাঁকে।

চলতি বছরের মার্চ মাসেও চৈতন্য বাঘেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তখন সেরকম কোনও প্রমাণ হাতে মেলেনি বলেই জানিয়েছিলেন আধিকারিকরা।এই মামলায় গত জানুয়ারি মাসে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা কাওয়াসি লাখমাকে। এছাড়া রায়পুরের মেয়রের দাদা আনওয়ার ধেবার, কংগ্রেস নেতা আইজাজ় ধেবার, প্রাক্তন আইএএস অফিসার অনিল টুটেজা সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি ২০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ছেলের জন্মদিনের দিন তাঁর গ্রেফতারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র কটাক্ষ করেছেন ভূপেশ। তিনি বলেন, “আজ আমার ছেলে চৈতন্যের জন্মদিনে ইডি আমার বাড়িতে তল্লাশি অভিযান চালাল। মোদি -শাহ জন্মদিনের যে উপহার দিয়েছেন, তা বিশ্বের কোনও গণতন্ত্রে কেউ দিতে পারবে না। ধন্যবাদ এই উপহারের জন্য। আমি সারাজীবন মনে রাখব।”

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version