Tuesday, November 4, 2025

জন্মদিনে ‘বিশেষ উপহার’ চৈতন্যর, আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে!

Date:

আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Chhattisgarh Former CM Bhupesh Baghel’s Son Chaitanya Baghel Arrested )। শুক্রবার সকালে ভিলাইতে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়ে বেশ কয়েক ঘণ্টা তল্লাশি অভিযানের পর চৈতন্যকে গ্রেফতার করেন ইডি (ED) আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে সে রাজ্যে আবগারি ক্ষেত্রে প্রায় ২১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর সঙ্গে চৈতন্যর সরাসরি যোগাযোগের প্রমাণ মিলতেই জন্মদিনের দিন গ্রেফতার করা হল তাঁকে।

চলতি বছরের মার্চ মাসেও চৈতন্য বাঘেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তখন সেরকম কোনও প্রমাণ হাতে মেলেনি বলেই জানিয়েছিলেন আধিকারিকরা।এই মামলায় গত জানুয়ারি মাসে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা কাওয়াসি লাখমাকে। এছাড়া রায়পুরের মেয়রের দাদা আনওয়ার ধেবার, কংগ্রেস নেতা আইজাজ় ধেবার, প্রাক্তন আইএএস অফিসার অনিল টুটেজা সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি ২০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ছেলের জন্মদিনের দিন তাঁর গ্রেফতারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র কটাক্ষ করেছেন ভূপেশ। তিনি বলেন, “আজ আমার ছেলে চৈতন্যের জন্মদিনে ইডি আমার বাড়িতে তল্লাশি অভিযান চালাল। মোদি -শাহ জন্মদিনের যে উপহার দিয়েছেন, তা বিশ্বের কোনও গণতন্ত্রে কেউ দিতে পারবে না। ধন্যবাদ এই উপহারের জন্য। আমি সারাজীবন মনে রাখব।”

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version