দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন লাগে। শুক্রবার সন্ধ্যায় হাওড়া থেকে কলকাতা যাওয়ার পথে সেতুর (Second Hooghly Bridge) উপরেই গাড়িটিতে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। তবে, চালক দ্রুত নেমে পড়ায় এই ঘটনায় কেউ আহত হননি। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট (short circuit) থেকেই আগুন লাগে। ভবানী ভবনের এক আধিকারিক গাড়িটি ভাড়া নিয়েছিলেন। হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে শুধুমাত্র চালক থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার জেরে কলকাতাগামী লেনে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়ে যায়।
আরও পড়ুন: রাজ্যকে উপেক্ষা করে ফের জল ছাড়ল DVC! একের পর এক এলাকা প্লাবিত
–
–
–
–
–
–
–
–
–
–
–