Wednesday, November 5, 2025

থাইল্যান্ডের বৌদ্ধমঠে যৌন কেলেঙ্কারির অভিযোগ! ১১ ভিক্ষুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ

Date:

পবিত্র বৌদ্ধ মঠে যৌন সম্পর্ক, তারপর ব্ল্যাকমেল করে মঠের তহবিল থেকে বিপুল অর্থ আত্মসাৎ—এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে থাইল্যান্ডজুড়ে (Thailand)। ঘটনায় জড়িত রয়েছেন অন্তত ১১ জন বৌদ্ধ ভিক্ষু (Buddhist monk)। পুলিশের তদন্তে উঠে এসেছে, এঁদের মধ্যে ৯ জন ভিক্ষু একটি মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন মঠের মধ্যেই, আর পরে সেই সম্পর্কের ভিডিও ব্যবহার করেন ব্ল্যাকমেল।

অভিযুক্ত মহিলা ‘মিসেস গলফ’ নামেই পরিচিত। পুলিশ জানিয়েছে, তিনি বৌদ্ধ ভিক্ষুদের (Buddhist monk) সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে তুলে সেই সময়ের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করতেন। এরপর ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল শুরু করতেন। সম্মানহানির আশঙ্কায় অভিযুক্ত ভিক্ষুরা তাঁর দাবি মেনে নিতেন। সূত্রের খবর, মঠের দানের তহবিল থেকেই প্রতি মাসে বড় অঙ্কের অর্থ পাঠানো হত মিসেস গলফের অ্যাকাউন্টে। তদন্তে জানা গেছে, ১২ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি অর্থ তুলে দেওয়া হয়েছে ওই মহিলার অ্যাকাউন্টে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, থাইল্যান্ডের রাজা মহা বাজিরালংকর্ণ স্বয়ং পদক্ষেপ নিতে বাধ্য হন। তাঁর জন্মদিনের রাজকীয় অনুষ্ঠানে সমস্ত ভিক্ষুদের আমন্ত্রণ বাতিল করে দেওয়া হয়। তিনি স্পষ্ট জানান, “এই অবস্থায় তাঁদের উপস্থিতি জনআস্থার পরিপন্থী নয়।”

পাশাপাশি, ন্যাশনাল অফিস অব বুদ্ধিজম এবং সংঘ সুপ্রিম কাউন্সিল অভিযুক্ত ভিক্ষুদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই তাঁদের সন্ন্যাস-পদ থেকে অপসারণ করা হয়েছে এবং মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার গভীরতা বিচার করে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। প্রসঙ্গত, থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মের প্রভাব অত্যন্ত গভীর। দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং একজন ভিক্ষুকে ব্রহ্মচর্য মেনে চলা, সমাজসেবা ও আত্মসংযমে জীবন কাটানোর শিক্ষা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে এই ঘটনায় ধর্মীয় বিশ্বাসে ভাঙন ধরেছে বলেই মত ধর্মতাত্ত্বিক ও সাধারণ নাগরিকদের একাংশের।

স্থানীয়দের অভিযোগ, “পবিত্রতার নাম করে তহবিল সংগ্রহ করে তার এইরকম অপব্যবহার কেবল ধর্মীয় নয়, এটি সামাজিক বিশ্বাসঘাতকতাও।” তদন্ত চলছে। ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে থাইল্যান্ড পুলিশ। আরও পড়ুন : স্কুল চত্বরে বজ্রপাতে অসুস্থ ৫ ছাত্রী, গঙ্গাজলঘাটিতে চাঞ্চল্য়

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version