I.N.D.I.A ভার্চুয়াল বৈঠক শনিবার। তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল সাড়ে দশটায় এই বৈঠক শুরু হওয়ার কথা।
ভোটার তালিকা সংশোধন থেকে বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা- একের পর এক ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শাণিয়েছে তৃণমূল (TMC)। ভোটার তালিকায় নীবিড় সমীক্ষা বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের নামে প্রচুর ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে প্রথম সরব হন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও (Abhishek Banerjee)। এই পরিস্থিতিতে শনিবারের বৈঠকে এই ইস্যুগুলি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। কমিশনকে সামনে রেখে বিজেপির এই গণতন্ত্রবিরোধী ঘৃণ্য ষড়যন্ত্র রুখতে পরবর্তী পদক্ষেপ কী হবে, বৈঠকে একজোট হয়ে সেই সিদ্ধান্ত নেবে জোট।
পাশাপাশি, পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুরের পরে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু সেই দাবিকে আমল না দিয়ে বাদল অধিবেশন ডেকে দেয় কেন্দ্র। এই পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশনে রণ কৌশল এই বৈঠকে স্থির হতে পারে।
অভিষেক ছাড়াও শনিবার জোটের বৈঠকে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর উদ্ধব ঠাকরে, ডিএমকের এম কে স্ট্যালিন, ছাড়াও বামদলগুলির শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা। তবে আম আদমি পার্টি বৈঠকে থাকবে কি না, তা এখনও জানা যায়নি।
–
–
–
–
–
–
–
–
–
–