এশিয়া কাপ (Asia Cup) বয়কটের হুমকি বিসিসিআইয়ের (BCCI)! বাংলাদেশ থেকে বৈঠক না সরালে এবারের এশিয়া কাপ থেকে নাম তুলে নিতে পারে ভারতীয় দল (Indian Cricket Team)। আর তাতেই বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি পাকিস্তানের প্রতিনিধি মহসিন নাকভি। তাঁর বিরুদ্ধে এবার অভিযোগের আঙুল তুলেছেন বিসিসিআই (BCCI) কর্তারা। বিশেষ করে নাকভি নাকি তাদের ওপর বাড়তি চাপ তৈরির চেষ্টা করছে, এমনই একটা অভিযোগ তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।
এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নেই। সেই কারণে ইতিমধ্যেই বাংলাদেশ সফর বাতিল করে দিয়েছে বিসিসিআই (BCCI)। এই বছরের থেকে সেই সিরিজ পিছিয়ে গিয়েছে প্রায় এক বছর। কিন্তু বিপত্তি অন্য জায়গাতেই। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বৈঠক এবার জোর করে ঢাকাতেই করার চেষ্টা করছে তারা। আর সেখানেই জোরদার আপত্তি জানিয়েছে বিসিসিআই (BCCI)।
কারণ বাংলাদেশে এই মুহূর্তে যা খারাপ পরিস্থিতি এবং যেমন রাজনৈতিক ডামাডোল চলছে সেই কারণেই ঢাকায় বৈঠকে সায় নেই তাদের। কিন্তু নাকভি নাকি এই বিষয়ে বোর্ডের ওপর চাপ বাড়ানোরও চেষ্টা করছে। এরই প্রতিবাদে এবার এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার হুমকি দিয়েছে বিসিসিআই। আর তাতেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।
তবে কী এবার সত্যিই এশিয়া কাপ খেলবে না ভারতীয় দল। কারণ ভারত না খেললে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিরাট ক্ষতির সামনে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিসিসিআই অবশ্য তাদের সিদ্ধান্তে অটল। আগামী ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ঢাকায় হওয়ার কথা রয়েছে। কিন্তু বোর্ড কর্তারা সেখানে যেতে একেবারেই নারাজ। শেষপর্যন্ত বিসিসিআইয়ের চাপের কাছে এসিসি মাথা নত করে কনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–