Tuesday, November 4, 2025

এশিয়া কাপ বয়কট বিসিসিআইয়ের! ঢাকায় বৈঠকে না বোর্ডের

Date:

এশিয়া কাপ (Asia Cup) বয়কটের হুমকি বিসিসিআইয়ের (BCCI)! বাংলাদেশ থেকে বৈঠক না সরালে এবারের এশিয়া কাপ থেকে নাম তুলে নিতে পারে ভারতীয় দল (Indian Cricket Team)। আর তাতেই বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি পাকিস্তানের প্রতিনিধি মহসিন নাকভি। তাঁর বিরুদ্ধে এবার অভিযোগের আঙুল তুলেছেন বিসিসিআই (BCCI) কর্তারা। বিশেষ করে নাকভি নাকি তাদের ওপর বাড়তি চাপ তৈরির চেষ্টা করছে, এমনই একটা অভিযোগ তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।

এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নেই। সেই কারণে ইতিমধ্যেই বাংলাদেশ সফর বাতিল করে দিয়েছে বিসিসিআই (BCCI)। এই বছরের থেকে সেই সিরিজ পিছিয়ে গিয়েছে প্রায় এক বছর। কিন্তু বিপত্তি অন্য জায়গাতেই। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বৈঠক এবার জোর করে ঢাকাতেই করার চেষ্টা করছে তারা। আর সেখানেই জোরদার আপত্তি জানিয়েছে বিসিসিআই (BCCI)।

কারণ বাংলাদেশে এই মুহূর্তে যা খারাপ পরিস্থিতি এবং যেমন রাজনৈতিক ডামাডোল চলছে সেই কারণেই ঢাকায় বৈঠকে সায় নেই তাদের। কিন্তু নাকভি নাকি এই বিষয়ে বোর্ডের ওপর চাপ বাড়ানোরও চেষ্টা করছে। এরই প্রতিবাদে এবার এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার হুমকি দিয়েছে বিসিসিআই। আর তাতেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

তবে কী এবার সত্যিই এশিয়া কাপ খেলবে না ভারতীয় দল। কারণ ভারত না খেললে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিরাট ক্ষতির সামনে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিসিসিআই অবশ্য তাদের সিদ্ধান্তে অটল। আগামী ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ঢাকায় হওয়ার কথা রয়েছে। কিন্তু বোর্ড কর্তারা সেখানে যেতে একেবারেই নারাজ। শেষপর্যন্ত বিসিসিআইয়ের চাপের কাছে এসিসি মাথা নত করে কনা সেটাই দেখার।

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version