Saturday, November 8, 2025

এশিয়া কাপ বয়কট বিসিসিআইয়ের! ঢাকায় বৈঠকে না বোর্ডের

Date:

এশিয়া কাপ (Asia Cup) বয়কটের হুমকি বিসিসিআইয়ের (BCCI)! বাংলাদেশ থেকে বৈঠক না সরালে এবারের এশিয়া কাপ থেকে নাম তুলে নিতে পারে ভারতীয় দল (Indian Cricket Team)। আর তাতেই বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি পাকিস্তানের প্রতিনিধি মহসিন নাকভি। তাঁর বিরুদ্ধে এবার অভিযোগের আঙুল তুলেছেন বিসিসিআই (BCCI) কর্তারা। বিশেষ করে নাকভি নাকি তাদের ওপর বাড়তি চাপ তৈরির চেষ্টা করছে, এমনই একটা অভিযোগ তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।

এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নেই। সেই কারণে ইতিমধ্যেই বাংলাদেশ সফর বাতিল করে দিয়েছে বিসিসিআই (BCCI)। এই বছরের থেকে সেই সিরিজ পিছিয়ে গিয়েছে প্রায় এক বছর। কিন্তু বিপত্তি অন্য জায়গাতেই। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বৈঠক এবার জোর করে ঢাকাতেই করার চেষ্টা করছে তারা। আর সেখানেই জোরদার আপত্তি জানিয়েছে বিসিসিআই (BCCI)।

কারণ বাংলাদেশে এই মুহূর্তে যা খারাপ পরিস্থিতি এবং যেমন রাজনৈতিক ডামাডোল চলছে সেই কারণেই ঢাকায় বৈঠকে সায় নেই তাদের। কিন্তু নাকভি নাকি এই বিষয়ে বোর্ডের ওপর চাপ বাড়ানোরও চেষ্টা করছে। এরই প্রতিবাদে এবার এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার হুমকি দিয়েছে বিসিসিআই। আর তাতেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

তবে কী এবার সত্যিই এশিয়া কাপ খেলবে না ভারতীয় দল। কারণ ভারত না খেললে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিরাট ক্ষতির সামনে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিসিসিআই অবশ্য তাদের সিদ্ধান্তে অটল। আগামী ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ঢাকায় হওয়ার কথা রয়েছে। কিন্তু বোর্ড কর্তারা সেখানে যেতে একেবারেই নারাজ। শেষপর্যন্ত বিসিসিআইয়ের চাপের কাছে এসিসি মাথা নত করে কনা সেটাই দেখার।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version