Sunday, November 2, 2025

বৈধ নথি সত্ত্বেও বাংলাদেশি তকমা, মহারাষ্ট্রে আটক রানাঘাটের যুবকরা, সোশ্যাল মিডিয়ায় সরব TMC

Date:

বাংলায় এসে প্রধানমন্ত্রীর গালগপ্পে ভরা সভা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্রে আটক রানাঘাটের যুবকরা। পরিবারের অভিযোগ, যুবকদের কাছে সব নথিপথ- আধার কার্ড, ভোটার কার্ড ও মতুয়াদের আলাদা পরিচয় মতুয়া থাকার পরও, বাংলা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে পুলিশ তাঁদের আটক করেছে। এবার সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee)দ্বারস্থ হয়েছেন তাঁরা। পুরো বিষয়টি সামনে এনে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam)।

ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিজেপি (BJP) শাসিত প্রশাসনের হাতে হেনস্থার শিকার বাংলার নাগরিকরা। এবার বাংলাদেশের সন্দেহে আটক করা হল রানাঘাটে দুই মতুয়া যুবককে। পরিবার সূত্রে জানা গেছে রানাঘাট মহকুমার রায়নগরের বাসিন্দা মণিশংকর বিশ্বাস ও নয়ন বিশ্বাস মহারাষ্ট্রে কাজে যান। অভিযোগ, বিগত ছয়মাস ধরে তাঁদের আটকে রেখেছে বিজেপি শাসিত রাজ্যের মহারাষ্ট্র পুলিশ। যুবকের পরিবার নাকি প্রত্যেকবার বিজেপিকে ভোট দেয়। আর সেই বিজেপি রাজ্যেই নিগৃহীত হতে হচ্ছে তাদের ছেলেদের। আটক যুবকদের পরিবারের সদস্যরা বলছেন “একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাহায্য করতে পারবেন। তাঁর কাছে অনুরোধ যেন আমাদের ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।” তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে লিখেছেন, ‘এই মতুয়া যুবকদের কাছে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একটি বিশেষ পরিচয়পত্র। যা আপনার দলের সাংসদ শান্তনু ঠাকুর (Santanu Thakur) দিয়েছেন। সেই কার্ডও যুবকদের মহারাষ্ট্রের বিজেপি সরকারের বাঙালি বিরোধী রোষ থেকে রক্ষা করতে পারেনি। তাঁদের বেআইনিভাবে আটকে রাখা হয়েছে।আমি স্পষ্ট করে বলতে চাই আমরা অনুপ্রবেশকারীদের সমর্থন করছি না। আমাদের লড়াই বাংলাভাষী ভারতীয় নাগরিকদের জন্য যাদের অধিকার ভূলন্ঠিত করা হচ্ছে।’

ভিন রাজ্যে বাংলাভাষীদের যেভাবে আটক করা হচ্ছে তার বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট বাক্স ভরাতে যখন বাংলায় গিয়ে টেলিপ্রম্পটারের সাহায্য নিয়ে বাংলা ভাষায় বড় বড় কথা বলছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) তখন এক হ্যান্ডেলে তাঁকে ট্যাগ করে চারটি প্রশ্ন তুলেছেন সামিরুল-

প্রশ্ন ১: বাংলার বিজেপি নেতারা বারবার দাবি করছেন যে বাংলাদেশি সন্দেহে আটক সকলেই রোহিঙ্গা (Rohinga)। আপনি কি এই মতামতকে সমর্থন করেন? যদি তাই হয়, তাহলে এই দুই মতুয়া ভাই – ধর্মপ্রাণ হিন্দু এবং ভারতীয় নাগরিক – এর সাথে আচরণের ব্যাখ্যা আপনি কীভাবে দেবেন?

প্রশ্ন ২: যদি এই আটক করা ব্যক্তিই সত্যি রোহিঙ্গা হন, তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে হিন্দু নাগরিকদের উপর কেন নির্যাতন চালানো হচ্ছে?

আরও পড়ুন: বিহারের হাসপাতালে ICU-তে ঢুকে রোগী খুনের ঘটনায় নিউটাউন থেকে ধৃত ৫

প্রশ্ন ৩: যদি এই দুজন ভারতীয় নাগরিক না হন, তাহলে আপনার নিজের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কীভাবে তাদের সর্বভারতীয় মতুয়া মহাসংঘের অধীনে পরিচয়পত্র জারি করলেন?

প্রশ্ন ৪: এই ঘটনা ফের একবার বিজেপির বাঙালি-বিরোধী মানসিকতা প্রকাশ করে এটাই প্রমাণ করে দেয় না যে বিজেপি আদতে তথাকথিত জাতীয়তাবাদের মুখোশ পরে থাকে?

Related articles

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...
Exit mobile version