Sunday, November 9, 2025

মোদি সরকারের বিরোধিতার রণকৌশল সাজাতে আজ I.N.D.I.A-র ভার্চুয়াল বৈঠকে অভিষেক

Date:

বিজেপি (BJP) শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধনের মতো একের পর এক ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে(TMC)। এবার সেই সবকিছুকে হাতিয়ার করে সংসদের বাদল অধিবেশনের রণকৌশল সাজাতে শনিবার I.N.D.I.A-র ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে নানাভাবে টার্গেট করেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলে এসেছে নড়বড়ে এনডিএ সরকারের মেয়াদ খুব বেশি দিনের নয়। এবার সংসদের বাদল অধিবেশনে মোদি – শাহদের বিরুদ্ধে আক্রমণ তীব্র করতে একজোট হয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে I.N.D.I.A। প্রথমে দিল্লিতে বৈঠক হওয়ার কথা ঠিক হলেও পরবর্তীতে বোঝা যায় যে সব দলের নেতাদের পক্ষে এত কম সময়ের মধ্যে রাজধানীতে পৌঁছনো সম্ভব নাও হতে পারে। তাই ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের (SIR) নামে প্রচুর ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে প্রথম সরব হন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। এই পরিস্থিতিতে শনিবারের বৈঠকে এই ইস্যুগুলি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। কমিশনকে সামনে রেখে বিজেপির এই গণতন্ত্রবিরোধী ঘৃণ্য ষড়যন্ত্র রুখতে পরবর্তী পদক্ষেপ কী হবে, বৈঠকে একজোট হয়ে সেই সিদ্ধান্ত নেবে জোট।

পাশাপাশি, পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুরের পরে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু সেই দাবিকে আমল না দিয়ে বাদল অধিবেশন ডেকে দেয় কেন্দ্র। এই পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশনে রণকৌশল এই বৈঠকে স্থির হতে পারে। অভিষেক ছাড়াও শনিবার জোটের বৈঠকে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর উদ্ধব ঠাকরে, ডিএমকের এম কে স্ট্যালিন থাকবেন বলে জানা গেছে। বৈঠকে যোগ দেওয়ার কথা বামদলগুলির শীর্ষ নেতৃত্বের। তবে আম আদমি পার্টি (AAP) বৈঠকে থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version