আহমেদাবাদ ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলটদের দায়ী করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত প্রতিবেদনকে ‘অনুমানভিত্তিক ও অসম্পূর্ণ’ বলে উড়িয়ে দিল আমেরিকার জাতীয় পরিবহণ নিরাপত্তা সংস্থা, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)। এনটিএসবি চেয়ারপার্সন জেনিফার হোমেন্ডি বলেন, “এত বড় ধরনের কোনও দুর্ঘটনার তদন্তে সময় লাগে। অনুমানের ভিত্তিতে এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।” তিনি দাবি করেন, সংবাদমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টগুলি প্রমাণের অভাবে জল্পনাপূর্ণ ও একতরফা।
গত ১২ জুন আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনায় প্রাণ হারান ২৬০ জন। এক মাস পরে, ১২ জুলাই এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) প্রাথমিক রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টের ভিত্তিতে কিছু সংবাদমাধ্যম, বিশেষত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দাবি করে যে দুর্ঘটনার জন্য পাইলটরাই দায়ী।
তবে তদন্তে থাকা দুই সংস্থা—AAIB ও NTSB—ই পরিষ্কার করে জানিয়েছে, এখনও পর্যন্ত এমন কোনও তথ্য নেই যা নিশ্চিতভাবে পাইলটদের দায়ী করে। এই অবস্থায় ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটস (FIP) প্রতিবাদ জানিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্সের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। তারা সংবাদমাধ্যম দু’টিকে আইনি নোটিশ পাঠিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।
আরও পড়ুন – ফের দাদাগিরি! এবার সিভিকের মারে কাটা পড়ল যুবকের আঙুলের অংশ
_
_
_
_
_
_
_
_
_
_
_