Saturday, August 23, 2025

ছাব্বিশের ভোটে বিজেপিকে ২৬-এ নামাব, একুশের মঞ্চ থেকে বার্তা অরূপের

Date:

১৯৯৩ সালের ২১ জুলাই। যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযানের নেতৃত্ব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের ক্ষমতায় বাম সরকার। সিপিএমের (CPM) বিরুদ্ধে ভোটে রিগিংয়ের অভিযোগ তুলে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান করে যুব কংগ্রেস। পরিস্থিতি উত্তপ্ত হয়। চলে গুলি। নিহত হন ১৩ জন যুব কংগ্রেসের নেতা-কর্মী। ১৯৯৩ সালের ওই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ২১ জুলাই ধর্মতলায় সভা করে আসছে তৃণমূল। এর প্রেক্ষিতে বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

অরূপ বিশ্বাস (Arup Biswas)
শহিদ তর্পণের সভায় সকলকে নতমস্তকের প্রণাম জানাই। ১৩ শহিদকে সামনে রেখে শপথ। ছাব্বিশে বিজেপিকে ছাব্বিশে নামিয়ে আনব। আমাদের হকের টাকা, রাজস্বের টাকা এখান থেকে নিয়ে যাচ্ছে কেন্দ্র। কিন্তু পাওনা দিচ্ছে না এই বিজেপি। এরা বাংলাকে শেষ করতে চায়। বারবার চক্রান্ত করে বিজেপি বঞ্চিত করতে চাইছে। ১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা আমাদের পাওনা। আমাদের দিচ্ছে না। মমতা বাংলার উন্নয়ন করছেন। বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার উন্নয়ন চলছে। কেন্দ্রকে জানা চাই চক্রান্ত করেও বাংলার উন্নয়ন আটকানো যাবে না। যে খায় চিনি তাঁকে জোগায় চিন্তামণি। বাংলা বলায় গ্রেফতার করা হচ্ছে, এ ভাষা রবি ঠাকুর, নজরুলের, বঙ্কিম চন্দ্রের ভাষা। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে। ৩৩ কোটি দেবদেবী আমাদের। বিজেপি ধর্মকে সামনে রেখে রাজনীতি করে। অযোধ্যাতেও বিজেপি হেরেছে। আমরা এগিয়ে যাব কেউ আমাদের আটকাতে পারবে না।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version