Monday, January 19, 2026

এক সংগ্রামী চেতনার অবসান: প্রয়াত আজিজুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত বিশিষ্ট প্রাবন্ধিক, বক্তা ও বামপন্থী চিন্তক আজিজুল হক (Ajijul Haque)। তাঁর সঙ্গেই শেষ হল এক সংগ্রামী চেতনার। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ৮৪ বছর বয়সী আজিজুল। সোমবার দুপুর ২টো ২৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পারিবারিক সূত্রের খবর, বাড়িতে পড়ে গিয়ে হাতে গুরুতর চোট পাওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে আজিজুল হকের। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ ক’দিন ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রে জানা যায়, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় একের পর এক জটিলতা দেখা দেয়।

নকশালবাড়ি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আজিজুল হক। চারু মজুমদারের মৃত্যুর পর CPIM (ML)-এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধানের দায়িত্ব নেন তিনি। তাঁর লেখা “কারাগারে ১৮ বছর” গ্রন্থটি নকশাল আন্দোলন ও রাজনৈতিক বন্দিদের উপর রাষ্ট্রীয় নিপীড়নের এক প্রামাণ্য দলিল হিসেবে পরিচিত। জীবনের প্রায় দু’ দশক তিনি জেলেই কাটিয়েছেন। ১৯৭৭ সালে জেল থেকে মুক্তি পেলেও ফের ১৯৮২ সালে ফের গ্রেফতার হন তিনি। জেলের ভেতরে তাঁর উপর হওয়া শারীরিক নির্যাতন ও কারাগারের করুণ অবস্থা নিয়ে সে সময় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও যতীন চক্রবর্তী তাঁর মুক্তির পক্ষে সওয়াল করেন।

দীর্ঘদিন রাজনীতি থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আজিজুল হক। যদিও, সমাজচিন্তা ও লেখালেখিতে সক্রিয় ছিলেন শেষ দিন পর্যন্ত। কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন ‘ভাষা শহিদ স্মারক সমিতি’। নিয়মিত লিখতেন বিভিন্ন দৈনিকে। আজিজুল হকের মৃত্যু এক ঐতিহাসিক সময়ের অবসান।

আজিজুল হকের (Ajijul Haque) মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ”প্রবীণ রাজনীতিক আজিজুল হকের প্রয়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি। আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো মাথা নত করেননি। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।”

spot_img

Related articles

কৃষ্ণনগরে বিজেপির ‘অবৈধ’ পার্টি অফিস! বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

বিজেপির ক্ষমতা রাজ্যের কোথাও একটু বাড়লে তারা বাংলার মানুষের উপর কী ধরনের অত্যাচার করে, তা ইতিমধ্যে বিভিন্ন ঘটনায়...

সিঙ্গুরে শিল্পের দিশা নেই মোদির ভাষণে! ‘জুমলা’ কটাক্ষে সরব তৃণমূল

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাইভোল্টেজ সভাকে কার্যত ‘দিশাহীন’ এবং ‘জুমলা’ বলে দাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি...

সোমে বারাসাতে ‘রণ সংকল্প সভা’, স্বজনহারাদের কথা শুনবেন অভিষেক

নদিয়া জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পর সোমবার উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে হাইভোল্টেজ সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের...

শিল্প নিয়ে একটি কথা নেই: সিঙ্গুরেই বঙ্গ বিজেপির সলিল সমাধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সিঙ্গুরে সভা করার আগে বঙ্গ বিজেপি নেতারা মঞ্চ এমন ভাবে প্রস্তুত করেছিলেন যেন সিঙ্গুরে...