Thursday, August 21, 2025

তৃণমূলের সোম সমাবেশে বৃষ্টির ভ্রুকুটি! পরিস্থিতি সামাল দিতে তৈরি পুরসভার নিকাশি দফতর

Date:

তৃণমূল কংগ্রেসের (TMC) একুশে জুলাইয়ের অনুষ্ঠান মানেই বৃষ্টি ভেজা সমাবেশ। দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায় এটাই আশীর্বাদ স্বরূপ। অন্যান্যবারের মতো এ বছরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Department)। মুষলধারায় বর্ষণে যাতে মহানগরীতে জল জমার আশঙ্কা না তৈরি হয় সে কারণে প্রস্তুত কলকাতা পুরসভার নিকাশি দফতর (Sewage Department of KMC) । আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে ২১ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিন ধর্মতলা চত্বরে তৃণমূলের (TMC) মেগা ইভেন্ট উপলক্ষে রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই সেই আভাস মিলেছে।

তাই সমাবেশে যোগ দিতে আসা কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের যাতে কোন সমস্যা না হয়, সে কথা মাথায় রেখে সভাস্থল ও তার আশপাশে ১০টি ওয়াটার পকেট চিহ্নিত করা হয়েছে বলে KMC সূত্রে খবর।

পুরসভার নিকাশি বিকাশে বিভাগের কর্মীরা জানিয়েছেন, বৃষ্টি হলে যাতে দ্রুত জল নামানো যায় সেই কথা মাথায় রেখে বি বি গাঙ্গুলি স্ট্রিট, সিআর এভিনিউয়ে সংযোগস্থলে থাকছে গালিপিট এমটিয়ার মেশিন, ব্লো ভ‌্যাক মেশিন। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর গিরিশ পার্ক মোড়, মহম্মদ আলি পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থল, কলুটোলা মোড়, ইডেন হাসপাতালে গালিপিট এমটিয়ার, জেড কাম সাকশান মেশিন রাখা হয়েছে। এই মেশিন যোগাযোগ ভবনের কাছে চাঁদনি মেট্রো স্টেশনের বাইরে এবং ভিক্টোরিয়া হাউসের কাছেও থাকছে। শুধু সভাস্থলের কাছেই নয়, পিটিএসের (PTS) কাছেও রাখা হয়েছে জেড কাম সাকশন মেশিন, গালিপিট এমটিয়ার, ব্লো ভ‌্যাক মেশিন, যাতে বৃষ্টি হলে জল নামাতে কোনও সমস্যা না হয়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version