Wednesday, November 5, 2025

সোমবার থেকেই শুরু হচ্ছে ডার্বির দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি

Date:

সোমবার থেকেই ঘরোয়া লিগের ডার্বির (CFL Derby) দ্বিতীয় পর্বের টিকিট দেওয়া শুরু। ১৯ এর বদলে পিছিয়ে ২৬ জুলাই হয়ে গিয়েছে সিএফএল (CFL) প্রিমিয়ার লিগের কলকাতা ডার্বি (CFL Derby)। কয়েকদিন আগে তারই প্রথম পর্বের টিকিট ছাড়া হয়েছিল। কিন্তু কয়েদিনের মধ্যেই সেই টিকিট শেষ হয়ে গিয়েছে। সোমবার থেকে এবার দ্বিতীয় পর্বের টিকিট ছাড়ল আইএফএ (IFA)। অ্যাপ থেকেই সরাসরি এবং অন্যদের জন্য টিকিট কেটে তা ট্রান্সফার করারও ব্যবস্থা রয়েছে। মোহনবাগান (MBSG) বনাম ইস্টবেঙ্গল (Eastbengal) ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে।

কল্যাণী স্টেডিয়ামে (Kalyani Stadium) সব মিলিয়ে ১০ হাজার দর্শকাসন রয়েছে। তবে সেই টিকিট যে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে সেই ব্যপারে বেশ আশাবাদী আইএফএ কর্তারা। আইএফএ সচিব অনির্বাণ দত্তও (Anirban Dutta) আশাবাদী টিকিট বিক্রি হওয়া নিয়ে।

তিনি জানিয়েছেন, “আমরা প্রথম পর্বের যে টিকিট ছেড়ে ছিলাম তা সব শেষ হয়ে গিয়েছে। এবার আমরা সোমবার থেকে দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি করা শুরু করছি। আমরা আশাবাদী যে এই টিকিটও শীঘ্রই বিক্রি হয়ে যাবে। ডার্বির কোনও টিকিটই থাকবে না”।

যে অ্যাপে প্রথম পর্বের টিকিট ছাড়া হয়েছিল, দ্বিতীয় পর্বেও সেই একই পদ্ধতিতে টিকিট পাওয়া যাবে। ২৬ জুলাই সকাল এগারোটার মধ্যে টিকিট ট্রান্সফারের প্রক্রিয়া শেষ করতে হবে। কলকাতা লিগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলেরই রিজার্ভ দল খেলবে। যদিও সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ডার্বির প্রস্তুতিও দুই শিবিরে চলছে জোরকদমে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version