Thursday, November 6, 2025

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কী এবার দল বদলাচ্ছে। আইপিএল (IPL) থেকে কী সরাসরি লা লিগার মঞ্চে  নামতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)! না এমন কিছুই নয়। ফুটবল তাঁর বরাবরই প্রিয়। বিশেষ কের বার্সেলোনা (Barcelona)। মেসিদের ক্লাব থেকেই শ্রেয়সের হাতে উঠল ক্যাটালুনিয়ান ক্লাবের ঐতিহ্যশালী জার্সি। আর তাতে আবার নামও রয়েছে শ্রেয়স আইয়ারের। বার্সেলোনার ৯৬ নম্বর জার্সিই এখন থেকে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। না তাদের হয়ে তিনি বল পায়ে মাঠে নামবে না, সাম্মানিক জার্সিই পেয়েছেন শ্রেয়স আইয়ার।

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজে নেমেছে ভারত। সেই দলে অবশ্য সুযোগ পাননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁকে ছাড়াই ভারতীয় দল খেলতে নেমেছে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে। সেই সুযোগেই আপাতত বেশ খোশ মেজাজেই ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেখানে গিয়েই ঘুরে দেখলেন গোটা বার্সেলোনা ক্যাম্প। ঐতিহ্যের ন্যু ক্যাম্পে দেখলেন মেসি (Lionel Messi), মারাদোনাদের নানান স্মৃতি।

বার্সেলোনা (Barcelona) বরাবরই তাঁর প্রিয় দল। আপাতত ছুটি থাকার ফাঁকেই স্পেনে বেশ খোশ মেজাজে রয়েছেন তিনি। সেখানে মেসিদের ক্লাবেই সময় কাটাচ্ছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শ্রেয়স আইয়ারের বার্সেলোনা ক্লাবে যাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে খোদ বার্সেলোনাই। আর সেই ভিডিও দেখেই আপ্লুত সকলে।

অন্যদিকে ম্যাঞ্চেস্টার টেস্টে নামার আগে ভারতীয় দলের ক্রিকেটাররাও মজে রয়েছে ফুটবলেই। চতুর্থ টেস্টে নামার আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলারদের সঙ্গেই সময় কাটাচ্ছেল ভারতীয় দলের ক্রিকেটাররা।

Related articles

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...

সকালে শীতের আমেজ, রাতে পারদ পতনের সম্ভাবনা!

শীতের (Winter) অফিশিয়াল ঘোষণা হোক বা না হোক নভেম্বরের গোড়া থেকেই সকাল রাতে প্রকৃতির হিমেল ছোঁয়ায় শিহরিত হচ্ছে...

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...
Exit mobile version